Thursday, August 28, 2025

‘‘কুন্তল ‘ম্যাজিশিয়ান’, ও সব জানে’’: আদালতে ঢোকার পথে মন্তব্য তাপসের

Date:

জেল থেকে গাড়ি এসে আদালত চত্বরে থামতেই গাড়ি থেকে নেমে কুন্তল ঘোষকে দোষারোপ করলেন তাপস মণ্ডল।বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের দাবি, এই দুর্নীতির সবটাই জানেন কুন্তল। এমনকি, নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে ‘ম্যাজিশিয়ান’ বললেন তাপস।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। নিয়োগ মামলায় আদালতে তোলা হয় তাপস-সহ অন্যান্য অভিযুক্তদের। জেল থেকে আদালতে ঢোকার পথেই তাপস সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এই মন্তব্য করে যান। তাপস বলেন, ‘‘কুন্তল ‘ম্যাজিশিয়ান’। ও সব জানে।’’
দিন কয়েক আগে কিছুটা একই অভিযোগ করেছিলেন তৃণমূলের আর এক বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।ইডিকে শান্তনু জানিয়েছিলেন, কুন্তলই ‘নাটের গুরু’। এমনকি, কুন্তল অয়ন শীলের থেকে টাকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। এর মধ্যেই বৃহস্পতিবার তাপসের মুখেও আবার শোনা গেল কুন্তলের কথা।

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version