Wednesday, August 27, 2025

স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখা সবার আগে দরকার। বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর সবার আগে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর দিকে দৃষ্টি দিয়েছিলেন। রাজ্যের শাসকদল হিসেবে তৃণমূল সরকারের (TMC Government) প্রায় একযুগ ধরে বাংলার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। পরিসংখ্যান বলছে এই ১২ বছরে স্বাস্থ্য খাতে নজরবিহীন সাফল্য তুলে ধরেছেন বাংলার সরকার (Government of West Bengal)। মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে সরকারি হাসপাতালের শয্যা বৃদ্ধিতেও অনন্য নজির রাজ্যের।

২০১১ সালে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা ও বাঙালি এক নতুন ভোরের আলো প্রত্যক্ষ করেছিলেন। বাম শাসনকালে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। ২০১১ সালে রাজ্যের মেডিকেল কলেজের সংখ্যা ছিল ১০টি। ২০২২-২৩ সালের রেকর্ড বলছে রাজ্যে এখন মেডিকেল কলেজের সংখ্যা ৩৩ টি। এখানেই শেষ নয়, মেডিকেলে আসন সংখ্যা বাম-জামানায় ছিল ১৩৫৫ টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৫০ টি। ২০১১ সালের তুলনায় সরকারি হাসপাতালে ৫৬ হাজার ৭৬৫ টি শয্যা বৃদ্ধি পেয়ে এখন মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯৭ হাজারে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল না। আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২- এ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উন্নতির নজির।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version