Monday, November 10, 2025

নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের জন্য বাজেট বাড়াতে রাজি হল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ। বৃহস্পতিবার বাইপাসের অফিসের বোর্ড মিটিংয়ে লাল-হলুদ কর্তাদের এই আশ্বাস দিয়েছে ইমামি। ক্লাব কর্তারাও পাল্টা জানিয়েছেন, ফল ভাল না হলে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির সুনামও ক্ষুণ্ণ হচ্ছে।

এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এফএসডিএল-কে চিঠি দিয়ে আইএসএলে প্লেয়ার্স ড্রাফট চালু করার দাবি তোলা হবে। যাতে নিজেদের পছন্দের ফুটবলার সহজে নেওয়া যায়। শনিবার ফের ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠকে বসবে দু’পক্ষ। পাশাপাশি সুপার কাপের পরেই বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে ওড়িশা এফসির স্প্যানিশ কোচ জোসেফ গোম্বাউ। ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি সেরে ফেলা হয়েছিল। বাজেটের একটা বড় অংশ ব্যয় করা হবে বাকি পাঁচ বিদেশি রিক্রুটের জন্য।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “শক্তিশালী দল গঠনের বিষয়ে আমরা আশাবাদী। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। আমরা বিনিয়োগকারী সংস্থাকে জানিয়েছি, যাতে আগামী মরশুমে আমাদের ফল ভাল হয়।”

বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, “গত মরশুমে হাতে খুব বেশি সময় ছিল না বলে ভাল দল গড়া সম্ভব হয়নি। এবছর শক্তিশালী দল গড়া হবে।”

এদিকে এদিন বৈঠক শুরুর আগে ইমামির অফিসের সামনে বিক্ষোভ জানান একদল লাল-হলুদ সমর্থক। দাবি শক্তিশালী দল গঠনের। যাতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপের কথা ভেবে অস্ত্রোপচারে নারাজ শ্রেয়স : রিপোর্ট

 

 

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...
Exit mobile version