Monday, August 25, 2025

স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখা সবার আগে দরকার। বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর সবার আগে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর দিকে দৃষ্টি দিয়েছিলেন। রাজ্যের শাসকদল হিসেবে তৃণমূল সরকারের (TMC Government) প্রায় একযুগ ধরে বাংলার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। পরিসংখ্যান বলছে এই ১২ বছরে স্বাস্থ্য খাতে নজরবিহীন সাফল্য তুলে ধরেছেন বাংলার সরকার (Government of West Bengal)। মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে সরকারি হাসপাতালের শয্যা বৃদ্ধিতেও অনন্য নজির রাজ্যের।

২০১১ সালে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা ও বাঙালি এক নতুন ভোরের আলো প্রত্যক্ষ করেছিলেন। বাম শাসনকালে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। ২০১১ সালে রাজ্যের মেডিকেল কলেজের সংখ্যা ছিল ১০টি। ২০২২-২৩ সালের রেকর্ড বলছে রাজ্যে এখন মেডিকেল কলেজের সংখ্যা ৩৩ টি। এখানেই শেষ নয়, মেডিকেলে আসন সংখ্যা বাম-জামানায় ছিল ১৩৫৫ টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৫০ টি। ২০১১ সালের তুলনায় সরকারি হাসপাতালে ৫৬ হাজার ৭৬৫ টি শয্যা বৃদ্ধি পেয়ে এখন মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৯৭ হাজারে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল না। আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২- এ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উন্নতির নজির।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version