Thursday, August 28, 2025

কার ভাগ্যে কী যে আছে লেখা , কেউ কি তা বলতে পারে ! এক পলকে জীবনের চাকা যে এভাবে ঘুরে যাবে সেটা বোধহয় সোশ্যাল মিডিয়ার (Social media) এই ঘটনা সামনে না এলে বিশ্বাসই হত না। যদিও রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার গল্প এই সমাজে নতুন কিছু নয়। আমাদের আশেপাশে হামেশাই এমন ঘটনা ঘটে চলে। কেউ পরিশ্রম করে, আবার কেউ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে যান। এক মুহুর্তে বদলে যায় জীবন‌। তবে এই গল্প আর পাঁচটা ঘটনার থেকে একটু হলেও আলাদা। যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরনো পাসবুকের (Old Passbook) কারণে একজন মানুষের জীবন একেবারে ৩৬০ ডিগ্ৰি ঘুরে গেছে। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো! এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায় (South America)।

দক্ষিণ আমেরিকার চিলিতে বসবাসকারী অ্যাক্সেল হিনোজোসা (Axel Hinojosa) নামে এক ব্যক্তি তাঁর বাবার ৬০ বছরের পুরোনো পাসবুকের জন্য রাতারাতি কোটিপতি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাবা ১৯৬০-৭০ এর দশকে একটি বাড়ি কেনার জন্য টাকা জমিয়েছিলেন ব্যাঙ্কে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৮৪ টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখেন। তবে অ্যাক্সেলের বাবার মৃত্যুর পর ব্যাঙ্কের পাসবুকটি বাড়িতেই পড়েছিল। বাবা নেই, সেকারণে পাসবুকটি নিয়েও মাথাব্যথা ছিল না কারও। তবে সম্প্রতি কিছু কাজের জন্য পুরনো জিনিস ঘাটতেই একটি বাক্সের মধ্যে থেকে ষাট বছর পুরনো এই পাসবুক খুঁজে পান অ্যাক্সেল। আর সেই পাসবুকের একটি শব্দ বদলে দিল তাঁর জীবন। সেখানে লেখা ছিল “স্টেট গ্যারান্টি”। আর সেই শব্দটি অ্যাক্সেলকে ভাবিয়ে তোলে। এরপর এক মুহুর্ত সময় নষ্ট না করে আদালতের দ্বারস্থ হন তিনি।

তবে আদালতের কথায় রীতিমতো তাজ্জব হয়ে যান অ্যাক্সেল। আদালত জানায়, তাঁর বাবার জমানো টাকা বর্তমানে সুদে-আসলে ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৩৩ কোটি টাকায় পরিণত হয়েছে। সেদেশের শীর্ষ আদালতও জানায় ব্যাঙ্কে জমানো টাকা অ্যাক্সেল হিনোজোসা ও তাঁর পরিবারের। খুব শীঘ্রই ওই টাকা পাবেন তাঁরা। তবে পুরনো পাসবুক থেকে এমন ভাগ্য বদলের গল্প রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হট কেক।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version