Friday, January 30, 2026

আকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!

Date:

Share post:

পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও ‘ফেরার’ খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছে পাঞ্জাব পুলিশ। তা সত্ত্বেও নাগাল মিলছে না অমৃতপালের। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সিসিটিভির চোখ এড়াতে মাথায় ছাতা ধরেছেন অমৃতপাল। হাতে ব্যাগ নিয়ে হেঁটে চলেছেন একটি পাড়া দিয়ে।

আরও পড়ুন:খলিস্তানি নেতার আই.এসআই যোগ! অমৃতপালকে গ্রে.ফতার করতে পুলিশের নয়া কৌশল

পুলিশ যখন তার পিছু নিয়েছে তখন থেকেই আর খোঁজ নেই অমৃতপালের। পাঞ্জাব থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন হরিয়ানায়। সেখানে একটি বাড়িতে রাতে আশ্রয় নেন। তার পর আবার পলায়ন। গত ২০ মার্চের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভিটি বসানো হরিয়ানার কুরুক্ষেত্রে। যেখানে গত ১৯ মার্চ রাত্রিবাস করেন পলাতক অমৃতপাল।

অমৃতপাল যে বাড়িতে রাত্রিবাস করেন, সেই বলজিৎ কউরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বলজিৎ জানিয়েছেন, অন্য এক সহযোগীর সঙ্গে তাঁর বাড়িতে এসেছিলেন অমৃতপাল। মনে করা হচ্ছে, ২০ মার্চ সকালে সেই বাড়ি থেকে বেরোনোর সময়ই ছাতা ব্যবহার করেন তিনি। পুলিশের অনুমান, ‘ধুরন্ধর’ অমৃতপাল আন্দাজ করেছিলেন এলাকায় সিসিটিভি বসানো। তাই মুখ ঢাকতে ছাতা ব্যবহার করেন তিনি। ভিডিয়োর ওই অংশে দেখা যাচ্ছে, একজন পুরুষ পরনে আকাশি জামা এবং নেভি ব্লু ট্রাউজার্স। বাঁ হাতে একটি ব্যাগ ঝুলিয়ে ছাতা মাথায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তাঁর খানিক সামনে আরও একজনকে দেখা যায়। তাঁরও মাথা কাপড়ে ঢাকা। তিনি কি অমৃতপালেরই সহযোগী? তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। যদিও যে ভাবে পাড়ার মধ্যে দিয়ে ছাতা মাথায় অবলীলায় অমৃতপাল হেঁটে যাচ্ছেন, তাতে বোঝা মুশকিল পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

অমৃতপালের সন্ধান না পেলেও তাঁর দেহরক্ষী তেজেন্দ্র সিংহ ওরফে গোর্খা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে...

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...