প্রয়াত বিশিষ্ট পরিচালক প্রদীপ সরকার, শোকস্তব্ধ বলিউড

প্রয়াত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রদীপের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।এদিন সকালে টুইটারে বর্ষীয়ান পরিচালকের মৃত্যুর খবর জানান পরিচালক হনসল মেহতা।তিনি লেখেন, “প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।”

আরও পড়ুন:প্রয়াত বিশিষ্ট আইনজীবী সমরাদিত্য পাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পরিবার সূত্রের খবর, শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস করা হয়েছিল তাঁর। তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল।  সেই অবস্থাতে দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল প্রদীপের।  তবে শেষরক্ষা হল না। আজ সকালেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁর দেহ বলে খবর।

বিজ্ঞাপনের জগৎ থেকেই কেরিয়ার শুরু প্রদীপের। ধুম পিচাক ধুম’, ‘মায়েরি’ এবং শুভা মুদগলের ‘আব কে সাওয়ান’-এর মতো গানের ভিডিয়ো বানিয়ে সকলের নজরে আসেন। সংখ্যায় কম ছবি করলেও প্রদীপের প্রতিটি ছবি সফল হয়েছিল। নব্বইয়ের দশকে রাজকুমার হিরানির সঙ্গে সিনেমায় কাজ শুরু করেন প্রদীপ। ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সহ-সম্পাদক হিসাবে কৃতিত্ব পান।এরপর ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে পরিচালনার কাজ শুরু করেন প্রদীপ। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এর পর ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) এবং ‘মর্দানি’ (২০১৪) র মতো ছবিতেও সাড়া ফেলেন প্রদীপ।

‘হেলিকপ্টর এলা’ (২০১৮) ছিল তাঁর বানানো শেষ সিনেমা। ছবিতে অভিনয় করছিলেন কাজল। ছিলেন বাংলার তরুণ অভিনেতা ঋদ্ধি সেনও। ওটিটির কাজেও হাত দিয়েছিলেন প্রদীপ। সম্প্রতি বানিয়েছিলেন ‘দুরাঙ্গা’ সিরিজ়।

 

 

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!