Thursday, August 28, 2025

আসানসোল কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে আপাতত ১৪ দিনের রক্ষাকবচ পেয়েছেন চৈতালি। তাঁর সঙ্গে কাউন্সিলর গৌরব গুপ্ত ও যুবনেতা তেজ প্রতাপ সিং-এর আগাম জামিনের আবেদনের ওপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৮ তারিখ পর্যন্ত তাঁদেরকে গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। এদিকে, আসানসোল সিজেএম আদালতে জিতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন মঞ্জুর হয়নি।

প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে শিব চর্চা অনুষ্ঠান হয়। ধর্মীয় সেই অনুষ্ঠানে জিতেন্দ্রর স্ত্রী কাউন্সিলর চৈতালির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি প্রতীকী হিসাবে কয়েকজনের হাতে কম্বল তুলে দিয়ে চলে যান। এরপরই শুরু হয় কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। জিতেন্দ্র তিওয়ারি ও চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত এক ব্যক্তির পরিজন। একাধিকবার পুলিশ গিয়ে চৈতালি ও জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করা হয়। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত।

শনিবার আচমকাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে। পুলিশের এফআইআরে ১২ জনের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল। তাঁদের মধ্যে চৈতালী ও বাকি এই দুজনের আগাম জামিনের আবেদনে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সেই যুক্তি দেখিয়েই নিম্ন আদালতে জিতেন্দ্রর জামিনের পক্ষে সওয়াল করেছিলেন তাঁর আইনজীবী। যদিও তা ধোপে টেকেনি। তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে জিতেন্দ্রকে।

 

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version