ফের ভোগান্তি! ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য রবিবার বন্ধ থাকছে হাওড়া কর্ড লাইনে সব লোকাল ট্রেন। কর্ড লাইনের বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে বলে খবর। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সব লোকাল।

তবে রবিবার একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা রয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

আরও পড়ুন- শিয়ালদহে বন্ধ ট্রেন চলাচল, ফেরার পথে দু*র্ভোগে নিত্যযাত্রীরা !
