Friday, November 14, 2025

যৌথ নেতৃত্বে বীরভূম সামলাবে তৃণমূল, ৯ সদস্যের কোর কমিটি গঠন মমতার

Date:

সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। তার আগে অনুব্রতহীন বীরভূম(Birbhum) সামাল দিতে শুক্রবার কালীঘাটে এই জেলার নেতৃত্বের সঙ্গে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ৯ সদস্যের কমিটি গড়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বীরভূম জেলার এই কমিটিতে যোগ করা হল পাণ্ডবেশ্বরের বিধায়ক নারায়ণ চক্রবর্তী ও একজন আদিবাসী নেতাকে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে যাতে কোনও রকম অশান্তি না হয় সেবিষয়েও কড়া নির্দেশ দেন তিনি।

এদিন বীরভূম জেলার সঙ্গে বৈঠকে দলনেত্রী জানিয়ে দেন, অনুব্রতর অবর্তমানে সংগঠন যেমন আছে তেমন থাকবে। পঞ্চায়েত নির্বাচন আমাদের জিততে হবে। কিন্তু নির্বাচনে কোনওরকম অশান্তি যেন না হয়। স্পষ্টভাবে বুঝিয়ে দেন যৌথ নেতৃত্বে বীরভূমে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে এবং জিততে হবে। এর জন্য প্রতি সপ্তাহে জেলায় কোর কমিটির বৈঠক করতে হবে। এই বৈঠকে জেলার অঞ্চল সভাপতিদের বক্তব্য শোনেন দলনেত্রী। নেতারা যাতে নিজেদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি না করেন সে ব্যাপারেও এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি। আগে বীরভূমে যেখানে ৭ সদস্যের কমিটি ছিল সেটা বাড়িয়ে এদিন কমিটিতে আরও দু’জনকে যুক্ত করা হয়। এছাড়া রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে বীরভূমের সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদের কাছ থেকে বীরভূমের সব খবর নেবেন নেত্রী।

পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সংগঠন সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলতে হলে তা বলবেন বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি দলীয় নেতাদের নির্দেশ দেন সরকারের উন্নয়ন মুলক প্রকল্পগুলিকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার। সকলে প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরায়নি তৃণমূল। মমতা আগের মতোই জানিয়েছেন, বীরভূমের সংগঠন তিনি নিজে দেখবেন। তবে বৈঠক ডাকা, সমন্বয় রাখা ইত্যাদির ভার দেওয়া হয়েছে বিকাশের উপর।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version