Thursday, January 15, 2026

নজরে ২৪! অখিলেশ-নবীনের পর এবার কালীঘাটে কুমারস্বামীর সঙ্গে বৈঠক মমতার

Date:

Share post:

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের পর এবার জনতা দল সেকুলারের(JDS) নেতা তথা কর্নাটকের(Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর(HD Kumarswami) সঙ্গে সাক্ষাত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সামনেই কর্নাটকে বিধানসভা নির্বাচন এর পর ২০২৪ সালে লোকসভা নির্বাচন(Parliament Election) এই পরিস্থিতিতে মমতা ও কুমারস্বামীর এই সাক্ষাত নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে মাত্র এক সপ্তাহের মধ্যে ৩ আঞ্চলিক দলের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত করলেন তৃণমূল নেত্রী।

শুক্রবার বিশেষ বিমানে কলকাতায় আসেন এইচ ডি কুমারস্বামী। বিমানবন্দর থেকেই সোজা কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যান তিনি। মমতার বাসভবনে প্রায় ৩০ মিনিট বৈঠক হয় দুই জনের। তবে কি বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই। তৃণমূলের তরফে এই বৈঠকের যে ছবি প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে কুমারস্বামীর সঙ্গে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের বৈঠকে সম্ভাব্য জোট প্রক্রিয়ার পাশাপাশি কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতৃত্বের।

জানা গিয়েছে, এদিন জেডিএস নেতা মূলত তৃণমূল (TMC) নেত্রীকে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রচারে যাওয়ার জন্য মমতাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। আসলে মাস দু’য়েকের মধ্যেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তাতে কংগ্রেস (Congress) এবং বিজেপির (BJP) পাশাপাশি লড়াইয়ে আছে কুমারস্বামীর জেডিএসও (BJP)। কুমারস্বামী চাইছেন, মমতাকে প্রচারে নিয়ে গিয়ে চমক দিতে। তবে তৃণমূল নেত্রী ব্যস্ততার কারণে নিজের অপারগতার কথা কুমারস্বামীকে জানিয়েছেন। মমতা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, কর্ণাটকে যেভাবেই হোক বিজেপিকে হারাও। ২০২৪-এ বিজেপিকে হারাতে হলে ২০২৩ সাল থেকেই লড়াইটা শুরু করতে হবে। আগের বার বিজেপি জোট ভেঙে কর্ণাটকে সরকারে এসেছিল। এবার যেন সেটা না হয়।

spot_img

Related articles

ED অর্ধসত্য বলছে, মুখ্যমন্ত্রী শুধু দলীয় নথি নিয়েছেন, আদালতে জানালেন সিব্বল

আইপ্যাক অভিযান মামলায় ইডি (ED raid in IPAC case hearing) সম্পূর্ণ সত্যি কথা বলছে না, শীর্ষ আদালতের শুনানিতে...

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা...

T20 WC: ধাক্কা ভারতীয় শিবিরে, তারকা অল রাউন্ডারের বিকল্প হতে পারেন কে?

বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ...

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...