রবিতেই রংবদল আকাশের, ফের বড় দু*র্যোগের দোরগোড়ায় বাংলা !

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। এখনই আবহাওয়া পরিবর্তন না হলেও শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে।

ছুটির সকাল থেকেই শুরু ঝড়বৃষ্টির (Thunderstorm Alarm) স্পেল। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) রিপোর্টে ফের আকাশে কালো মেঘের আগমনী বার্তা। আগামী ২৪ ঘণ্টায় মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির (Rain Alert) সম্ভাবনা। রবি থেকেই বাড়বে দু*র্যোগের আমেজ। ইনিংস চলবে আগামী বুধবার পর্যন্ত।

হাওয়া অফিস বলছে শুক্র ও শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কম। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। কিন্তু রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর(Weather Department)। দক্ষিণবঙ্গে আপাতত পরবর্তী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা।উত্তরবঙ্গে পাঁচ জেলাতে বহাল থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শুরুতে হঠাৎ করে কালবৈশাখীর আগমন তাপমাত্রার পারদ অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু ফের চড়ছে তাপমাত্রা। সপ্তাহান্তে মিলবে রেহাই জানাল হাওয়া অফিস।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। এখনই আবহাওয়া পরিবর্তন না হলেও শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে।

 

Previous articleকেমব্রিজে বি.তর্কিত মন্তব্যের জের! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ আদালতের
Next articleনারদা কেলেঙ্কারিতে তিনি জড়িত, ক্যামেরার সামনে স্বীকার শুভেন্দুর, গ্রেফতারের দাবি তুললেন কুণাল