নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই শাস্তি, ২০১১ সালের রায় খারিজ করে নির্দেশ সুপ্রিমকোর্টের

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ইউএপিএ(UAPA) আইন অনুযায়ী অপরাধ। ২০১১ সালের সুপ্রিম রায়(Supreme Court Verdict) খারিজ করে শুক্রবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিমকোর্টের ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১২ বছর আগে তখন যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়ে ইউএপিএ (UAPA) আইন অনুযায়ী বিচার হলেও কেন্দ্রীয় সরকারের মতামত জানা যায়নি। সেই জন্য ওই রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্ট।

২০১১ সালে সুপ্রিম কোর্টের রায় ছিল নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই তাঁকে অপরাধী হিসাবে ধরে নেওয়া যায় না। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেই অপরাধী হিসাবে তাঁকে চিহ্নিত করা যেতে পারে। তবে সেই নির্দেশ খারিজ করে এদিন শীর্ষ আদালতে বিচারপতি এম আর শাহের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ নতুন করে জানায়, সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া আইন ও সমাজের পক্ষে হিতকর ছিল না। ভারতীয় সংবিধানের ১০ এ ধারা উল্লেখ করে সুপ্রিম কোর্টের মত, এই ধারা অনুযায়ী নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা ইউএপিএ আইন অনুযায়ী অপরাধ। অর্থাৎ নয়া রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই শাস্তি পাবেন সমস্ত সদস্যরা। এদিন শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের ফলে ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।

Previous articleEntertainment : এখনই বাতিল নয়, কলকাতায় শো করতে আসছেন সলমান !
Next articleEntertainment : অ্যাকশন দৃশ্যে আ*হত অক্ষয় ! বলি ‘খিলাড়ি’কে নিয়ে চি*ন্তায় ফ্যানেরা