‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধনে সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চলছে জোর প্রস্তুতি

২৮ মার্চ সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ১২০০০ কিলোমিটার ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী সফর ঘিরে সিঙ্গুর জুড়ে সাজো সাজো রব। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) জানিয়েছেন, সারা রাজ্যজুড়ে ১২০০০ কিলোমিটার ‘পথশ্রী’ প্রকল্প (‘Pathashree’ Project) উদ্বোধন হতে চলেছে। শুধু বাংলার নয়, এত বড় রাস্তা প্রকল্প ভারতেই প্রথম বলে দাবি বেচারামের। যার আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সেই উপলক্ষে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। যে জায়গায় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে চলছে পরিদর্শনের কাজ। জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিক গোটা এলাকা ঘুরে দেখছেন। আঁটোসাঁটো করা হচ্ছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূলের তরফে প্রতিদিন মিটিং, মিছিল মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পথশ্রী প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নতুন কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে দলের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- সর্বভারতীয়-রাজ্যের দলীয় মুখপাত্রদের নাম ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

 

Previous articleতৃণমূলের আইটি সেল-এর জরুরি ঘোষণা
Next articleশীঘ্রই ঘোষণা হতে চলেছে লাল-হলুদের নতুন কোচের নাম