Saturday, July 19, 2025

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের পাকিস্তানি সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা!

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই সিদ্ধান্তের কার্যকরী পদক্ষেপ হিসেবে পাকিস্তানি সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়। কিন্তু বুধবার (২ জুলাই) আচমকাই দেখা যায় মায়া আলি, হানিয়া আমির, ফাওয়াদ খান, ইকরা আজিজ হুসেন, শাহিদ আফ্রিদিদের প্রোফাইল এ দেশে দেখা যাচ্ছে। জল্পনা বাড়ে, তাহলে কি নিষেধাজ্ঞা তুলে নিল নয়া দিল্লি? কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় ফের অ্যাকাউন্টগুলি ভ্যানিশ হয়ে গেছে। ভারতীয় নেটিজেনরা আর পাক সেলেবদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে ওঠে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। ভারতে তাদের ব্লক করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদির মতো ‘ভারত বিরোধী’ ক্রিকেটারদের অ্যাকাউন্টও ছিল সেই তালিকায়। পাকিস্তানি সেলেব্রেটি মাওরা হোসেন, আয়েজা খান, সনম সইদ, মায়া আলিসহ একাধিক সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ভারতে ব্লক লিস্ট করা হয়। কিন্তু বুধবার সেগুলো সবই অ্যাক্টিভ দেখা যাচ্ছিল। এই নিয়ে জল্পনা- আলোচনা শুরু হতে না হতেই বৃহস্পতিবার সকালে দেখা গেল এই পুরনো ছবি। হানিয়া আমির, ফাওয়াদ খানদের অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হচ্ছে, “এই অ্যাকাউন্টটি ভারতে।উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।” তাহলে কি ফের জারি নিষেধাজ্ঞা? সরকারি তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: ৬ জনের জামিন, জেল হেফাজতে ৪

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শুক্রবার জামিন পেলেন ছয় অভিযুক্ত। সেই সঙ্গে জেল হেফাজতের (judicial custody) নির্দেশ...

শনিতে I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের তরফে থাকবেন অভিষেক

I.N.D.I.A ভার্চুয়াল বৈঠক শনিবার। তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল সাড়ে...

ধর্মীয় স্বাধীনতায় লাগাম! মহারাষ্ট্রে বেছে বেছে জাতি শংসাপত্র

ধর্মের পরে বিজেপি এবার জাতি বিভাজনের রাজনীতিতে। মেরুকরণের শেষ সীমায় না পৌঁছে যে থামবে না বিজেপি নেতারা, স্পষ্ট...

রামনাম ছেড়ে, এবার দুর্গা-কালীর শরণে মোদি! কটাক্ষ তৃণমূলের

আমন্ত্রণপত্রের পরে ভাষণেও বাঙালি মন জয়ের চেষ্টায় দুর্গাপুরে বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর...