Monday, November 10, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বাণে বিদ্ধ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে শুক্রবারই সাংসদ (MP) পদ হারিয়েছেন রাহুল। আর তার চব্বিশ ঘণ্টা কাট্রে না কাটতেই ফের মহা ফ্যাসাদে পড়লেন সোনিয়া তনয়। জানা গিয়েছে, এবার পুরনো একটি মামলায় বড়সড় বিপাকে পড়েছেন রাহুল। জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপরই ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। পরে টুইট করে বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে বিপাকে পড়েন সোনিয়া তনয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও (FIR)। এক সমাজকর্মী রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। শনিবার ওই মামলার শুনানিতে নোটিশ দিয়ে শিশু সুরক্ষা কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে (National Commission for Protection of Child Rights)। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ অগাস্ট। দিল্লির এক শ্মশানের প্রধান পুরোহিত ও তাঁর চার সহকারীর হাতে ধর্ষিত হয় ৯ বছরের নাবালিকা। তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয় নির্যাতিতার পরিবারের। পরে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে নির্যাতিতার মা-বাবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক কারণ ভারতের ‘পকসো’ (Pocso) আইনের অধীনে ধর্ষিতা নাবালিকা বা তাঁর পরিবারের নাম পরিচয় প্রকাশ করা যায় না। আর বিষয়টি নজরে আসতেই টুইটার থেকে ছবি সরানোর নির্দেশ দেয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

এরপর বিনীত জিন্দল নামের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন এবং শীর্ষ আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন মকরন্দ সুরেশ মাধলেকার নামের এক সমাজকর্মী। আর শনিবার মামলার শুনানি শেষে নোটিশ জারি করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতামত তলব করল সুপ্রিম কোর্ট।

 


 

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version