একসাথে থাকেন না, অয়নকে সতর্ক করতে দেরি হয়ে গিয়েছিল: কেন বললেন স্ত্রী কাকলি

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার ধৃত প্রোমোটার অয়ন শীলের (Ayan Shil) আরও সম্পত্তির হদিশ পেল ED। অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া টাকা রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে বিনোদন ও অন্যান্য ব্যবসাতেও ঢেলেছিলেন অয়ন। তদন্তে নেমে অয়নের আরও কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কয়েকটি লকারের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এর বেশির ভাগই অয়ন ও কাকলির যৌথ নামে রয়েছে বলেই ইডির দাবি। এরই মধ্যে শনিবার ইডি দফতরে যান অয়নের স্ত্রী কাকলি শীল (Kakoli Shil)। তিনি জানান, অয়নের সঙ্গে প্রায় ১০ বছর একসঙ্গে থাকেন না। অয়নের কুকীর্তির বিষয়ে তিনি খুব কমই জানতেন। যখন জানতে পারেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন কাকলি।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে যান অয়নের স্ত্রী। ইডি সূত্রে খবর, তাঁকে তলব করা হয়নি, অয়নের সঙ্গে দেখা করতেই ইডি দফতরে এসেছিলেন বলে দাবি কাকলির। তবে এদিন তিনি দাবি করেন, অয়নের বাড়িতে যখন তল্লাশি হয় তখন তিনি দিল্লিতে ছিলেন। গত আট-দশ বছর তাঁরা দু’জন একসঙ্গে থাকেন না। অয়নের সব ঘটনা জানার পর থেকে তিনি অয়নের সঙ্গে সম্পর্ক রাখেন না। এখন প্রশ্ন হল, তাঁরা এক সঙ্গে না থাকলেও তাঁদের যৌথ নামে অ্যাকাউন্ট ও লকার রয়েছে কীভাবে? ইডি সূত্রে খবর, ধৃত অয়নের সংস্থার ডিরেক্টর হিসাবেও নাম রয়েছে স্ত্রী কাকলির। ওই লকারে দুর্নীতির মাধ্যমে পাওয়া প্রচুর সম্পদ লুকিয়ে রাখা হয়েছে বলেই দাবি তদন্তকারীদের। সেই তথ্যের খোঁজে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- টার্গেট কংগ্রেস! রাহুলের সাংসদ পদ বাতিলের পরই কার্যালয়ে বুলডোজার 

Previous articleটার্গেট কংগ্রেস! রাহুলের সাংসদ পদ বাতিলের পরই কার্যালয়ে বুলডোজার 
Next articleরাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, লোকসভায় আসাদুদ্দিন