Saturday, November 29, 2025

লোকালয়ে হাতির উপদ্রব ঠেকাতে খাদ্যভাণ্ডার তৈরি করবে রাজ্য

Date:

Share post:

খাবারে টান। তাই সন্তানদের সঙ্গে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। কখনও শষ্য গুদামে, কখনও রেশন দোকানে। আবার কখনও গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে দাঁতালরা। ভেঙে ফেলছে বাড়ি। পিষে ফেলছে মানুষকে। ইতিমধ্যেই হাতির পদপৃষ্টে উত্তর থেকে দক্ষিণবঙ্গে মৃত্যু হয়েছে অনেকের। রাজ্য সরকার অবশ্য মৃত পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু স্থায়ী সমাধানের পথ খঁজতে হাতিদের খাদ্যভাণ্ডার তৈরি হবে রাজ্যজুড়ে। এই কাজ শুরু করেছে বনদফতর।

জানা গিয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জঙ্গল লাগোয়া এলাকায় তৈরি হবে খাদ্যভাণ্ডার। দু’কিলোমিটার ব্যাসার্ধ্যের এই খাদ্যভাণ্ডার গড়ে তোলা হবে। যা তারের ফেন্সিংয়ে লাগানো থাকবে। করা হবে জল খাওয়ার জায়গা। ওই খাদ্যভাণ্ডারে বিভিন্ন ধরনের সবজি, কলার কাদি, কলার গাছ রাখা থাকবে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার বলেন, ওই খাদ্যভাণ্ডারে সবজি, ফলের পাশাপাশি পচা চাল রাখা থাকবে। যার থেকে মদ তৈরি হয়। অর্থাৎ পচাই। যা হাতিরা খেতে ভালবাসে। তিনি বলেন, বাংলা লাগোয়া বিভিন্ন রাজ্যের থেকে হাতির দল ঢুকে পড়ছে। কারণ ওইসব জঙ্গলে খাবারের জোগান কম। ফলে তারা বাংলাকে বেছে নিচ্ছে খাবারের জন্য। আমরা চাই বন্যপ্রাণ রক্ষা করতে। তাই হাতির জন্য এই খাদ্যভাণ্ডার। দেশের মধ্যে যা প্রথম। যেভাবে প্রাণহানি ঘটছে হাতির জন্য সেসবও বন্ধ হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে প্রায় সাড়ে চার কিলোমিটার ফেন্সিং ওয়াল তৈরি হচ্ছে। যাতে হাতিরা লোকালয়ে চট করে ঢুকে যেতে না পারে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ঝড়গ্রাম জেলায় গভীর জঙ্গলে তিনটি খাদ্যভাণ্ডার হবে। পুরুলিয়া, বাঁকুড়ায় হবে একটি করে। আর মেদিনীপুরে হবে একটি।

আরও পড়ুন- শীঘ্রই ঘোষণা হতে চলেছে লাল-হলুদের নতুন কোচের নাম

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...