Thursday, July 3, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে ছবি দেওয়া প্রতারককে গ্রেফতার করল পুলিশ (Police)। কেন্দ্রের ‘অতিরিক্ত সচিব’ হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গুজরাটের ওই বাসিন্দাকে কাশ্মীরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কিরণ প্যাটেল নামে ওই ব্যক্তির এটা কাশ্মীরের তৃতীয় সফর। প্যাটেল দাবি করে, তাঁকে দক্ষিণ কাশ্মীরের আপেল বাগানের জন্য ক্রেতাদের চিহ্নিত করার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। এমনকী অভিযোগ, রাজধানীতে উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদদের নাম নিয়ে কয়েকজন আইএএস অফিসারকেও ভয় দেখিয়ে ছিলেন প্যাটেল। আর এই প্রতারকের ছবি প্রকাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেই ছবি নিজেদের টুইটারে পোস্ট করে তৃণমূল কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছে।

২ মার্চ প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তার আগের সফরের সময়, তিনি পর্যটন হটস্পট গুলমার্গে ভ্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন যে সরকার তাঁকে এই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির জন্য দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

ভিআইপি চলাচলের কোনও তথ্য না থাকায় ২ মার্চ প্যাটেল বিমানবন্দরে নামার পরেই নিরাপত্তা সংস্থার সন্দেহ হয়। বিমানবন্দরে তাঁকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বুলেট-প্রুফ গাড়িতে উঠে হোটেলে চম্পট দেন প্যাটেল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। তাঁর থেকে জাল পরিচয়পত্র উদ্ধার ও নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী অফিসের সামনেও নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছবি দিয়েছিলেন কিরণ প্যাটেল। এই রকম একজনের সঙ্গে অমিত শাহর ছবি কেন? তাহলে কী তাঁর নাম নিয়েই প্রভাব খাটান তিনি! এই বিষয় নিয়ে মুখে কুলুপ বিজেপির।

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...
Exit mobile version