Saturday, May 3, 2025

চিটফান্ড সংস্থার নামে কোটি কোটি টাকা প্র.তারণা! অ.ভিযুক্তকে ‘বিরল সাজা’ আদালতের

Date:

Share post:

চিটফান্ড (Chit Fund) সংস্থা খুলে ৪ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অভিযুক্তকে ২৫০ বছরের সাজা শোনাল সেরাজ্যের এক নিম্ন আদালত। এছাড়াও ওই আর্থিক তছরুপকাণ্ডের (Money Laundering) সঙ্গে যুক্ত আরও ৪ জনকে সাজা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ওই ব্যক্তির নাম বালাসাহেব ভাপকর (Balasaheb Bhapkar)। তবে এতদিন কোনও অপরাধীকে জেলবন্দির নির্দেশ দেশে বিরল বলেই মনে করছেন অনেকে। যাবজ্জীবন এই সাজার বিরুদ্ধে ওই চিটফান্ড মালিক উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

তদন্তকারী সূত্রে খবর, মধ্যপ্রদেশের বাসিন্দা বালাসাহেব ‘সাইপ্রসাদ গ্রুপ কোম্পানিজ’ (Saiprasad Group Companies) নামে একটি সংস্থা তৈরি করে এই চিটফান্ডের কারবার শুরু করেন। ওই সংস্থার কর্মীরা গ্রাম এবং শহরতলির বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষকে জানাতেন, তাঁদের সংস্থায় টাকা রাখলে মাত্র ৫ বছরের মধ্যে আমানত দ্বিগুণ হয়ে যাবে। আর এই প্রতিশ্রুতিতে কার্যত গলে গিয়ে বহু মানুষ সেই সংস্থায় টাকা রেখেছিলেন। আর সেই টাকা দিয়েই সংস্থার একাধিক অনৈতিক কার্যকলাপ চলত। আর বিষয়টি নজরে আসতেই কেন্দ্রীয় সংস্থা সেবির তরফে তা অবিলম্বে বন্ধের জন্য কিছু বিধিনিষেধ জারি করা হয়। কিন্তু তারপরও বালাসাহেবের ওই কোম্পানি টাকাগুলি অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকেন। জানা গিয়েছে, প্রায় ৫ লক্ষ মানুষের কাছ থেকে ৪ হাজার কোটি টাকা তোলা হয়েছিল।

আর সময়সীমা পেরিয়ে গেলেও সুদ বাবদ টাকা না পেয়ে প্রায় ৩০০ জন আমানতকারী পুলিশের দ্বারস্থ হন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৯ এবং ১২০বি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়। তারপরই মূল অভিযুক্তকে চরম সাজা শোনাল আদালত।

 

 

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...