Tuesday, August 26, 2025

মিলি ভট্টাচার্যের চাকরি নিয়ে বো*মা ফাটা*লেন সমীর, কী বললেন প্রাক্তন CPM নেতা!

Date:

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakrabort) স্ত্রী মিলি ভট্টাচার্যের (Mili Bhattacharya) চাকরি  নিয়ে এবার বোমা ফাটালেন পিডিএস নেতা তথা সিপিএমের প্রাক্তন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সমীর পুততুণ্ড (Samir Putatunda)। তাঁর দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির চাকরি হয় তাঁর সুপারিশেই। দক্ষিণ ২৪ পরগনার নেতা হিসেবে তিনি এই চাকরি করে দিয়েছিলেন করে দিয়েছিলেন বলে দাবি করছেন সমীর। শুধু তাই নয়, পিডিএস নেতার কথায়, মিলি ভট্টাচার্যের ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। বাম আমলে এরকম হাজার হাজার চাকরি হয়েছে।

সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগের নথি প্রথম প্রকাশ্যে আনে তৃণমূল। এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়। নানা মহলের অভিযোগ, বাম আমলে চাকরিক্ষেত্রে বিপুল স্বজনপোষণ ছিল। যদিও সিপিএমের পাল্টা দাবি, ওটা কোনও সুপারিশপত্র নয়। সাধারণ নিয়ম মেনেই চাকরি পেয়েছিলেন মিলি। এ পরিস্থিতিতে প্রাক্তন সিপিএম নেতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমীর পুততুণ্ড কথায়, “আমি তখন জেলা নেতৃত্বে ছিলাম। আমি ১৯৯৩ সাল থেকে জেলা সম্পাদক। এটা সুজনের বিয়ের আগের ঘটনা। আমায় তখন বারবার ইনসিস্ট করেছিল, মিলির চাকরিটা হয়ে গেলে সুজনদের সুবিধা হবে। তখন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজের একটা সুযোগ ছিল। করে দিয়েছি।”

এভাবে আর কার কার চাকরি হয়েছে এই প্রশ্নের উত্তরে আরো মারাত্মক অভিযোগ এনেছেন প্রাক্তন সিপিআইএম নেতা। তাঁর কথায়, “কত লোকের চাকরি হয়েছে! সত্যসাধন চক্রবর্তী চেয়ারম্যান হবেন সে সময়ে, তাঁর সুবিধার জন্য করতে হয়েছে কিছু। ইউনিভার্সিটির সেনেট মেম্বার ছিলাম, সে সময়ে ইউনিভার্সিটি চালানোর জন্যও কিছু রিক্রুটমেন্ট হয়েছে। লোক নিতে হয়েছে প্রশাসনের কাজ চালানোর জন্য। এগুলো সব পার্টিই করে।” সমীরের অবশ্য দাবি, এ জন্য কোনও টাকাপয়সার লেনদেন ছিল না। এবার এই আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সিপিআইএম তাদেরই প্রাক্তন নেতার কথার কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version