Thursday, August 21, 2025

সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার দুপুরেই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে আদানি ইস্যুতে (Adani Issue) প্রধানমন্ত্রীকে (Narendra Modi) কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া তনয়। আর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন কংগ্রেস নেতা। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন, একজন সাংবাদিক (Journalist) ‘মোদি’ পদবিতে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করার বিষয়ে প্রশ্ন করলে, রাহুল (Rahul Gandhi) কটাক্ষ করে ওই সাংবাদিককে বলেন, “সাংবাদিক হওয়ার ভান করবেন না। কেন, হাওয়া বেরিয়ে গেল”!

এদিন সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেন, রাহুল ওবিসিদের (OBC) অপমান করেছেন। এটাই বলছে বিজেপি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়েই রীতিমতো মেজাজ হারান রাহুল। তিনি বলেন, ওই দিক থেকে একই প্রশ্ন করেছিলেন একজন। তারপর আপনি আবারও সরাসরি একই প্রশ্ন করছেন আমার বিপরীতে দাঁড়িয়ে। এরপরই রাহুল ওই সাংবাদিকের উদ্দেশে বলেন আপনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন না কেন? আপনি কী বিজেপির থেকে কোনও নির্দেশ পেয়েছেন। এদিন সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহুল। তবে দ্রুত নিজেকে সামলেও নেন সদ্য সাংসদ পদ খোয়ানো রাহুল।

রাহুলের আরও সংযোজন, আমি আপনাকে একটি উদাহরণ দিই, আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান, তাহলে নিজের বুকে বিজেপির একটি প্রতীক ব্যাজ পরুন। তারপর আমি তাঁদের যেভাবে উত্তর দেব সেভাবে আপনাকেও উত্তর দেব। শুধু একজন সাংবাদিক হওয়ার ভান করবেন না। তবে এদিন রাহুলের সাংবাদিককে ধমক দেওয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এদিনের সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এতটুকু পিছপা হননি কংগ্রেস নেতা। তিনি কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী আমার ভাষণে ভয় পেয়ে আমাকে অযোগ্য ঘোষণা করেছেন। তাঁর চোখে আমি ভয় দেখতে পেয়েছি।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version