Friday, August 22, 2025

১২ বছর আগের ব্যঙ্গচিত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ফের বিড়ম্বনায় পড়লেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। তার অভিযোগ, ২০১৬ সালে হরিদেবপুর থানায় (Haridevpur PS) তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা (Snatching Case) দায়ের হয়েছে বলে তাঁকে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। যদিও অভিযোগকারী এই দাবি মানতে চাননি।‌তিনি বলেন, এ ধরনের কোনও অভিযোগই দায়ের করেননি !

অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর দাবি, এই অভিযোগকে হাতিয়ার করে তাঁর পাসপোর্ট রিনিউ ভেরিফিকেশন নট ক্লিয়ার বলে ওয়েবসাইটে দেখানো হচ্ছে।

তিনি জানিয়েছেন, গত বছর ২২ ডিসেম্বর অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। ১৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে হওয়া ব্যঙ্গচিত্রকাণ্ডের মামলা থেকে অব্যাহতি পান। এরপর সার্টিফায়েড কপি দিয়ে ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউয়ের আবেদন করেন তিনি। পঞ্চসায়র থানার এক পুলিশ আধিকারিক তাকে জানান, হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। ২০১৮ সালে আলিপুর কোর্টে চার্জশিট পেশ করা হয়।

অম্বিকেশ মহাপাত্র বলেন, হরিদেবপুরে ২০১৬, ৩০ এপ্রিল সকাল সাতটায় জনৈক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ৫ হাজার টাকা ছিনতাই হয়। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। পঞ্চসায়র থানার পুলিশ এসে বলে হরিদেবপুরে কেস আছে। ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায়। এ ছাড়াও নির্বাচনের দিন বিকেলে ঝামেলা সংক্রান্ত হেনস্থা।
হরিদেবপুরের দড়িরচকের জনৈক সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি করেননি। একটা ঘটনা ঘটেছিল। তবে তা মিটে গেছে। তাছাড়া সেই অভিযোগকারীই যে তিনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version