Monday, November 10, 2025

“গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরিতে শুভেন্দুর শাহ সাক্ষাৎ!” বিস্ফোরক কুণাল

Date:

“নারদা কাণ্ডে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে(shubhendu Adhikari)। প্রকাশ্যে সে দোষ কবুলও করেছেন শুভেন্দু। সিবিআই-এর এফআইআরে নাম থাকা এমন একজন ব্যক্তির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত রহস্যজনক।” এই ভাষাতেই সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে শুভেন্দুর সাক্ষাত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তিনি জানালেন, “গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরি করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু এই সাক্ষাৎ।”

সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু একমাত্র ব্যক্তি নারদা কাণ্ডে সিবিআইয়ের এফআইআর-এ যার নাম রয়েছে এবং সে তাঁর নিজের দোষ স্বীকার করেছে। এটা প্রমাণিত অভিযোগ। তাহলে এখনো কেন শুভেন্দু গ্রেফতার হয়নি? কেন এই ধরনের একজন ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন? তার মানে কি এটাই, যে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে নিজেকে বাঁচানোর পথ পরিষ্কার করা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ অত্যন্ত রহস্যজনক। গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরি করতেই এই সাক্ষাৎ।”

এছাড়াও সোমবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন। যে তালিকায় রাজ্যের ঋণ বৃদ্ধির পাশাপাশি রয়েছে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। রাজ্যের ঋণের পরিমাণ বৃদ্ধি প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগকে পাল্টা দিয়ে কুণাল ঘোষ বলেন, “যে সময়ে তৃণমূল সরকার ঋণ নিয়েছিল তখন শুভেন্দু অধিকারী সাংসদ, পরে তিনি রাজ্যের মন্ত্রী হন। ওই দিনের টাকা শুভেন্দুর দপ্তরেও খরচ হয়েছে। অর্থাৎ এইসব অভিযোগের কোন ভিত্তি নেই আসলে এখন বিজেপির চেন গলায় জড়িয়ে ঘেউ ঘেউ করছে ও।”

এর পাশাপাশি ১০০ দিনের কাজে দুর্নীতি প্রসঙ্গে যে অভিযোগ শুভেন্দু তুলেছেন তার জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুর সেই রিপোর্টটা দেখা উচিত যেখানে কেন্দ্র বলেছে ১০০দিনের কাজে সেরা বাংলা। তারপরও বাংলার টাকা আটকে দেওয়া হচ্ছে। চার আনার দল বদলুত এই সমস্ত অভিযোগ তোলার অর্থ হল কেন্দ্র যাতে টাকা না দেয় তার একটা ক্ষেত্র তৈরি করা।” শুভেন্দুকে তোপ দাগার পাশাপাশি শহরে রাষ্ট্রপতির অনুষ্ঠানে বিজেপিকে আমন্ত্রণ না জানানোর যে অভিযোগ গেরুয়া শিবিরের তরফে তোলা হয়েছে তারও জবাব দেন কুণাল। বিজেপি অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, “বিজেপি সস্তার রাজনীতি করছে। ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওরা না আসলে সেটা ওদের সমস্যা।”

Related articles

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...
Exit mobile version