Sunday, January 4, 2026

মর্মা*ন্তিক! তিলজলায় সাত বছরের নাবালিকাকে যৌ*ন নির্যা*তনের পর খু*ন!

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি! সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন করার অভিযোগ। এই ঘটনায় উত্তপ্ত তিলজলা। অভিযুক্ত অলোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা।

মেয়েকে হারিয়ে কথা বলার অবস্থায় নেই মা। তিনি জানিয়েছেন, রবিবার সকালে মেয়েকে ফ্ল্যাটের নীচে আবর্জনা ফেলার জন্য পাঠিয়েছিলেন তিনি। কিন্তু নীচ থেকে আর ঘরে আসেনি শিশু। তাকে নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ। শিশুটির মায়ের অভিযোগ, মেয়ের শরীরের কোনও অংশ ও বাদ দেয়নি। মুখ বেঁধে রেখেছিল। মেয়ের জিভও বেরিয়ে পড়েছিল। এত মেরেছে যে মেয়েটা মরেই গেছে।

কী ঘটেছিল? মৃতের মা আরও জানান, সকালে ফ্ল্যাটের নীচে আবর্জনা ফেলতে গিয়ে কুকুর দেখে ভয় পেয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। আবর্জনা ফেলতেও পারেনি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দোতলার একটি ফ্ল্যাট থেকে শিশুটিকে টেনে নেন অভিযুক্ত। তার পর ঘরের ভিতর তাঁর উপর নির্যাতন চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অলোক বিহারের সমস্তিপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত।এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তিলজলা থানায় বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রবিবার সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ শিশুটিকে খুঁজে পায়নি। রবিবার রাতে তিলজলা থানায় চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গিয়েছে, শিশুটির মাথায় স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে ফুটো করার চিহ্ন মিলেছে। আঘাত রয়েছে কানেও। স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দোতলার ওই ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের পাশে একটি বস্তার মধ্যে তার দেহ লুকিয়ে রাখা ছিল।

অভিযোগ, ধৃত অলোকের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তাই সকাল থেকে পাড়ায় খোঁজ করলেও ওই ফ্ল্যাটে মেয়েকে খুঁজতে ঢোকেননি শিশুর বাবা। পরে পুলিশ এলে ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালায়। সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীটির দেহ।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

spot_img

Related articles

Sunday Feature: টেম্পো থেকে টেক-অফ: আকাশ ছোঁয়ার স্বপ্নে ‘শঙ্খ এয়ার’

ভারতের আকাশে বর্তমানে গুটিকতক বিমানসংস্থার আধিপত্য নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য উত্থানের গল্প শোনাল...

মার্কিন আগ্রাসনের গুরুতর পরিস্থিতিতে ভারতীয়দের ভেনেজুয়েলা সফরে না কেন্দ্রের

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়াইরা অঞ্চলে মার্কিন আক্রমণ (America attack on Venezuela) এবং সেখানকার প্রেসিডেন্টকে সস্ত্রীক...

‘দু’দিনের টেস্ট ম্যাচ’, উৎপল সিনহার কলম

পাঁচ দিনের টেস্ট দু'দিনেই শেষ । অ্যাশেজ সিরিজ চলছে। এবার পাঁচ টেস্টের সিরিজে প্রথম এবং চতুর্থ টেস্ট ম্যাচ...

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অহেতুক আতঙ্ক না ছড়ানোর আর্জি

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা...