Monday, August 25, 2025

অসৎ উপায়ে পাওয়া সুজনের স্ত্রীর চাকরির বিরোধিতা করে মার খেয়েছিলেন SFI সমর্থকরাও

Date:

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলিদেবীর কলেজে নিয়োগ যে অসৎ উপায়ে হয়েছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু তৃণমূল নয়, সেই সময়কার সিপিএম নেতারাও তা স্বীকার করে দিয়েছেব। ১৯৮৭ সালে যখন মিলিদেবী চাকরি পেলেন, তখন দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএমের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সমীর পুততুন্ড। পার্টির নির্দেশ মেনে মিলি দেবীর নিয়োগের পিছনে তাঁরও হাত ছিল বলে জানিয়েছেন সমীরবাবু। বিশেষ করে মিলি চক্রবর্তীর বাবা শান্তিময় ভট্টাচার্য ছিলেন জেলার দোর্দন্ডপ্রতাপ ও প্রভাবশালী সিপিএম নেতা। তাঁর হুকুমেই কলেজ কর্তৃপক্ষ চাকরি দিতে বাধ্য হয়েছিল মিলি চক্রবর্তীকে।

সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি কেলেঙ্কারি নিয়ে এবার উঠে এলো আরও এক চাঞ্চল ওকর তথ্য। জয়শ্রী সিং নামের জনৈক মহিলার দাবি, গোটা বিষয়টি তিনি জানেন। তিনি ওই সময় সিপিএমেরই ছাত্র সংগঠন SFI-এর সক্রিয় সদস্য ছিলেন। মিলি চক্রবর্তীর ঘুরপথে নিয়োগের প্রতিবাদ করেছিলেন তাঁরা। তার ফলে মারও খেতে হয়েছিল তাঁদেরই দলের ক্যাডারদের কাছে। ছাড়তে হয়েছিল SFI.

জয়শ্রী সিং-এর কথায়, “মিলি ভট্টাচার্যের অ্যান্ড্রুজ কলেজের চাকরিটা খুব সৎভাবে হয়নি। সেই ঘটনার প্রতিবাদ করে সমসাময়িক একাধিক ছাত্র ফেডারেশন সদস্য মার খেয়েছিলেন ও সংগঠন ছাড়তে বাধ্য হয়েছেন। তার মধ্যে আমিও ছিলাম। নকশাল পন্থী বলে দেগে দেওয়া হয়েছিল। এমনকি যেসব বন্ধুবান্ধবরা অন্যধারার রাজনীতিতে যুক্ত ছিল তাদেরও মারা হয়েছিল। সিপিএম কোনওদিনই সমালোচনা স্বীকার করেনি। অভ্যন্তরীণ হলেও।”

 

 

 

 

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version