কো.ভিড মোকাবিলায় কড়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

কোভিড মোকাবিলায় টিকাদান প্রক্রিয়া জোরদার করা এবং RT-PCR পরীক্ষার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (central health Department)। সেইসঙ্গে ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরা, বারবার হাত ধোওয়ার  পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার রাজ্যগুলির স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। সেই বৈঠকে হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন (oxygen), ভেন্টিলেশনের (ventilation) ব্যবস্থা সহ কোভিড চিকিৎসার সব ধরনের পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে।

প্রায় ৫ মাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও, সাম্প্রতিককালে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের বেশি।

আরও পড়ুন- শান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা

আগামী ১০ এবং ১১ই এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে একটি মকড্রিলেরও কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Previous articleশান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা
Next articleবঙ্গ সফরে রাষ্ট্রপতি! শহরজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে, কী করে অফিস পৌঁছবেন?