Thursday, August 21, 2025

নিজের সন্তানকে হাসিমুখে দুধে-ভাতে দেখতে চান সকলেই। প্রিয় সন্তানের নানা মুহূর্তের সাক্ষী করে নিতে চান সমাজমাধ্যমের (Social Media)বন্ধুদেরও। টলোমলো পায়ে প্রথম হাঁটা থেকে শুরু করে অন্নপ্রাশনে (Rice Ceremony) শিশুর ভঙ্গি, সঙ্গে আছে আদুরে কথা – এইসব এতটাই ভাল লাগা অনুভূতির জন্ম দেয় যে তা সবার সামনে তুলে ধরতে চান সব মা বাবাই। এটা কি অন্যায়? আইন (Law) বলছে হ্যাঁ এটা অপরাধ। তাই এমন কাজ করলে শাস্তি পেতেই হবে। যদিও এই আইন ভারতে নয় বরং ফ্রান্সের (France)।

শিশুদের গোপনীয়তাকে মান্যতা দিতে এবার নতুন বিল পাশ ফ্রান্সের সংসদে। শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)পোস্ট করা এবার থেকে নিষিদ্ধ হতে চলেছে। খুব তাড়াতাড়ি এই আইন লাগু হবে বলে জানা যাচ্ছে। ফ্রান্সের সাংসদ ব্রোনো স্টুডার (Brono Studa) এই বিষয়ে জানিয়েছেন, আপাতদৃষ্টিতে অনেকের এটা অযৌক্তিক মনে হলেও ফ্রান্সের এই নতুন আইনের প্রশংসা করছেন শিশু মনোবিজ্ঞানীরা। সাংসদ বলছেন, মা বাবার ইচ্ছেতেই শিশুর জন্ম হলেও বাচ্চার সম্মতিও গুরুত্বপূর্ণ। কিন্তু ছোট শিশু ঠিক বা ভুল বলতে পারে না। তাই এক্ষেত্রে আইন মাফিক এটা বন্ধ করা দরকার। এরপরও যদি আইন না মানা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আসলে ‘ব্যক্তিগত’ জিনিস যাতে পাবলিক না করা হয় সেই ভাবনা থেকেই এই আইন আনা হচ্ছে বলে খবর।

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version