Niri9 হল একটি গুয়াহাটি ভিত্তিক বহুভাষিক ওটিটি প্ল্যাটফর্ম। জনপ্রিয়, প্রতিশ্রুতি সম্পন্ন একটি আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম কনটেন্ট রয়েছে। এছাড়াও এখানে নতুন পরিচালক, অভিনেতা ও কলাকুশলীদের নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন। এঁদের সকলের জন্য নিরি9 এই বছর দ্বিতীয়বারের জন্য আয়োজন করেছিল Niri9 আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব।