Thursday, August 21, 2025

মুম্বইতে ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালি*গালাজ নামী সঙ্গীত পরিচালকের!

Date:

‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মার হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল রূপঙ্করকে। শিলাজিৎ-এর শো’তে হাজির হয়ে এমনই অভিযোগ করলেন গায়ক।কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর জনরোষের শিকার হয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচি। কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হতে হয় রূপঙ্কর বাগচিকে। যদিও সেইসব বিতর্ককে পাত্তা দিতে না-রাজ রূপঙ্কর।

অনেকেই হয়ত জানেন না, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর।
শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে এসে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রূপঙ্কর। শুরুতেই শিলাজিৎ চেনা মেজাজে বলে ওঠেন, ‘রূপঙ্করকে গালাগাল অনেকেই দেয়। ফেসবুক লাইভ করলে গালাগাল দেয়…. মুম্বইয়ের এক পরিচিত মিউজিক ডিরেক্টরের বাড়িতে গিয়ে আট ঘণ্টা বসেছিল, সেইজন্যও গালাগাল দেয়…কী হয়েছিল কেসটা?’ শিলাজিৎ-এর প্রশ্নের জবাবে রূপঙ্কর বলেন, ‘শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বই, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে ও হাওয়া! পাঁচ মিনিট হতে হতে পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশনিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না।’

এখানেই শেষ নয়। এরপর রাতেরবেলা ফোন করে রূপঙ্করকে গালিগালাজ করেন ‘সাওয়ারিয়া’র মিউজিক ডিরেক্টর, অভিযোগ বাঙালি গায়কের। যদিও কোন সালে এই ঘটনা ঘটেছিল তা স্পষ্টভাবে জানাননি রূপঙ্কর। তিনি বলেন, ‘আমাকে মন্টি রাতে ফোন করে পাঞ্জাবিতে খিস্তি করছে। আমিও দু-চারটে খিস্তি দিয়েদিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।’

প্রসঙ্গত, অমিতাভ-রানি অভিনীত ‘ব্ল্যাক’ ছবির সঙ্গীত পরিচালনা করে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন মন্টি। এরপর ‘সাওয়ারিয়া’র মতো মিউজিক্যাল হিট ছবি তিনি উপহার দেন দর্শকদের। তবে ধীরে ধীরে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান এই শিল্পী। লক্ষ্মীকান্ত-প্য়ায়ারেলাল জুটির প্যায়ারেলাল শর্মার ভাইপো মন্টি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলেছিলেন তিনি।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version