Monday, May 12, 2025

মুম্বইতে ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালি*গালাজ নামী সঙ্গীত পরিচালকের!

Date:

Share post:

‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মার হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল রূপঙ্করকে। শিলাজিৎ-এর শো’তে হাজির হয়ে এমনই অভিযোগ করলেন গায়ক।কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর জনরোষের শিকার হয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচি। কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হতে হয় রূপঙ্কর বাগচিকে। যদিও সেইসব বিতর্ককে পাত্তা দিতে না-রাজ রূপঙ্কর।

অনেকেই হয়ত জানেন না, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর।
শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে এসে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রূপঙ্কর। শুরুতেই শিলাজিৎ চেনা মেজাজে বলে ওঠেন, ‘রূপঙ্করকে গালাগাল অনেকেই দেয়। ফেসবুক লাইভ করলে গালাগাল দেয়…. মুম্বইয়ের এক পরিচিত মিউজিক ডিরেক্টরের বাড়িতে গিয়ে আট ঘণ্টা বসেছিল, সেইজন্যও গালাগাল দেয়…কী হয়েছিল কেসটা?’ শিলাজিৎ-এর প্রশ্নের জবাবে রূপঙ্কর বলেন, ‘শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বই, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে ও হাওয়া! পাঁচ মিনিট হতে হতে পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশনিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না।’

এখানেই শেষ নয়। এরপর রাতেরবেলা ফোন করে রূপঙ্করকে গালিগালাজ করেন ‘সাওয়ারিয়া’র মিউজিক ডিরেক্টর, অভিযোগ বাঙালি গায়কের। যদিও কোন সালে এই ঘটনা ঘটেছিল তা স্পষ্টভাবে জানাননি রূপঙ্কর। তিনি বলেন, ‘আমাকে মন্টি রাতে ফোন করে পাঞ্জাবিতে খিস্তি করছে। আমিও দু-চারটে খিস্তি দিয়েদিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।’

প্রসঙ্গত, অমিতাভ-রানি অভিনীত ‘ব্ল্যাক’ ছবির সঙ্গীত পরিচালনা করে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন মন্টি। এরপর ‘সাওয়ারিয়া’র মতো মিউজিক্যাল হিট ছবি তিনি উপহার দেন দর্শকদের। তবে ধীরে ধীরে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান এই শিল্পী। লক্ষ্মীকান্ত-প্য়ায়ারেলাল জুটির প্যায়ারেলাল শর্মার ভাইপো মন্টি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলেছিলেন তিনি।

 

spot_img

Related articles

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...