Saturday, May 3, 2025

গত বছর ৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। চোটের জন্য দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। যেহেতু পন্থের চিকিৎসা সময়সাপেক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এই ক্রিকেটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি দিল্লি ক্যাপিটালসের  ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ঋষভ পন্থকে আইপিএলে পাওয়া যাবে না এবং তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত।

২০১৬ সালে প্রথমবারের মতো লিগে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। জাতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য পন্থ দুর্ঘটনার মাত্র চার দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের একাদশে ছিলেন।

পরিবর্ত হিসাবে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে নিল তারা। দিল্লি দলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতাতেই দিল্লির ক্যাম্পে অভিষেককে দেখেছিলেন। দিল্লির ক্যাম্পেও গিয়েছিলেন অভিষেক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে।

তরুণ উইকেটরক্ষক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ডাকা হয়েছিল। মূল দলে রাখা না হলেও ডাক পেয়েছিলেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন অভিষেক। ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়ার পর অভিষেকের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। শতরান না পেলেও ছ’টি অর্ধশতরান রয়েছে তাঁর। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও।

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version