Sunday, May 4, 2025

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ(NCP MP) মহম্মদ ফয়জল(Md Faijal)। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির আগে ফয়জলের সাংসদ পদ ফিরে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে কংগ্রেস(Congress)। হাত শিবিরের আশা এই পথেই হয়ত ফিরে আসবে রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ।

উল্লেখ্য, খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কাভারত্তির একটি আদালত এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। যার জেরে গত ১৩ জানুয়ারি সংসদের সদস্য পদ খোয়াতে হয় ফয়জলকে। তবে ২৫ জানুয়ারি কেরালা হাইকোর্ট এই মামলায় তাঁর সাজা স্থগিত করে। এর পরই সাংসদ পর ফিরে পাওয়ার আবেদন জানান মহম্মদ ফয়জল। তবে তাঁর সেই আবেদনে তখন সাড়া দেয়নি লোকসভা সচিবালয়। বুধবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। তবে শুনানির আগেই এনসিপি নেতা মহম্মদ ফয়জলের লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল লোকসভা সচিবালয়ের তরফে। তবে এই ঘটনা একদিক থেকে কিছুটা হলেও স্বস্তিদায়ক সদ্য সাংসদ পদ হারানো রাহুল গান্ধীর জন্য।

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল, রাহুল গান্ধীর জন্যও এ এক বিরাট স্বস্তির খবর। সাংসদ পদ ফিরে পাওয়ার পথ অনেকটাই খুলে গেল রাহুল গান্ধীরও। খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় লোকসভা থেকে পদ বাতিল হয় লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের। বিরাট স্বস্তি পেলেন NCP-এর লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল। লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। এর পর রাহুল গান্ধীর জন্যও সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ‘মোদি উপাধি’ নিয়ে মন্তব্য করায় মামলার শুনানির সময়, গুজরাটের সুরাট আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়। এর পর লোকসভা সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version