এখনই জামিন নয় অনুব্রতর! আবেদনের শুনানি পিছলো

ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। বুধবার দিল্লি হাইকোর্টের অনুব্রতর জামিনের আবেদনের শুনানি স্থগিত করে দেয়। পরবর্তী শুনানি আগামী ২৭ জুলাই। অর্থ্যাৎ, প্রায় চারমাস তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রতকে।

আরও পড়ুন:শ্বাসকষ্ট নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত
বুধবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে জানতে চান কেন অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করছে তারা। সেই প্রশ্নের জবাবে ইডির তরফে বলা হয়, অনুব্রতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন আগেই জানানো গিয়েছিল। কিন্তু তিনি একাধিক মামলা করায় হেফাজতে নিতে দেরি হয়।

পাল্টা অনুব্রতর আইনজীবী জানান, কেন অনুব্রতকে ইডি হেফাজতে নিল তা স্পষ্ট নয়। এখনও তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দেওয়া হয়নি। ইডির তরফে আদালতে জানানো হয়েছে, কেন তারা বিরোধিতা করছে।


শুনানি শেষে বিচারক জানান, সেই কপি যেন অনুব্রত মণ্ডলের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, অনুব্রতর সব মামলার শুনানির জন্য আগামী ২৭ মার্চের দিন ধার্য করা হয়েছে।

 

 

Previous articleকর্নাটকে ১০ মে ভোট, ১৩ মে গণনা; ঘোষণা নির্বাচন কমিশনের
Next articleশুভেন্দুর মিথ্যাচারের ‘পর্দা ফাঁস’ ব্রাত্যর, টুইট করে জানালেন সঠিক তথ্য