এতো দূরবস্থা বোধহয় বামেদের কোনওদিন আসেনি। কংগ্রেসের সঙ্গে জোট করতে করতে নিজেদের অস্তিত্বটুকু বিকিয়ে দিয়েছে লাল পতাকার ধ্বজাধারীরা। মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পরে গোটা দলটাই কার্যত কংগ্রেসের লেজুড় হয়ে দাঁড়িয়েছে।
বুধবার শাসকবিরোধী মিছিল আয়োজন করেছিল সিপিএম এবং কংগ্রেস। কংগ্রেস তাদের প্রদেশ দফতর বিধান ভবন থেকেই মিছিল শুরু করে। বামেরা উল্টোদিকের রামলীলা ময়দান থাকে। সিপিএমের উচিত ছিল আলিমুদ্দিন থেকে মিছিল শুরু করা। যদি দুটো দলকে একসাথে মিলতে হয়, তাহলে মৌলালি হতেই পারত যথার্থ জায়গা। অথবা বিধানভবন থেকে কংগ্রেসের মিছিল আলিমুদ্দিন পর্যন্ত আসতে পারত। সেখান থেকে দুটো দল যৌথভাবে মিছিল করতে পারত।