Tuesday, November 4, 2025

মহানগরে এ যেন মহাটক্কর।রাজ্যের প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ সকাল থেকে কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি।মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যখন ভিড় ক্রমেই বাড়ছে, তখন শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ রীতিমতো ফাঁকা। পথচলতি মানুষের কৌতূহলী চাহনি ছাড়া বিজেপির ধরনা মঞ্চ কার্যত ফাঁকা।

এদিনের ধরনা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী ধরনায় বসতে পারেন না। সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকার ও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বিজেপির মঞ্চ থেকে ধরনা নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, “সব জায়গায় জেল বাড়ানো হচ্ছে। একটা পার্টিকেই জায়গা দেওয়া যাচ্ছে না। এদিকে কংগ্রেসের এক বড়নেতা যাবেন ভিতরে। কার কত বড় নেতা জেলে যাবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। দিল্লি-কলকাতাতে ধরনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে ধরনা চলছে। কিন্তু কেউ বাঁচাতে পারবে না।”

তিনি বলেন, টাকার বদলে চোখ দেখালে কোনও লাভ হবে না। টাকা নিলে হিসেবে দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়েছেন বাংলার দুর্নীতির কাছে টাকা আটকে রাখা হয়েছে। আমারও মোদিজির পাঠানো ২ লাখ ২৯ হাজার কোটি টাকার হিসেব চাই।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version