Wednesday, August 27, 2025

মহানগরে এ যেন মহাটক্কর।রাজ্যের প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ সকাল থেকে কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি।মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যখন ভিড় ক্রমেই বাড়ছে, তখন শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ রীতিমতো ফাঁকা। পথচলতি মানুষের কৌতূহলী চাহনি ছাড়া বিজেপির ধরনা মঞ্চ কার্যত ফাঁকা।

এদিনের ধরনা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী ধরনায় বসতে পারেন না। সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকার ও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বিজেপির মঞ্চ থেকে ধরনা নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, “সব জায়গায় জেল বাড়ানো হচ্ছে। একটা পার্টিকেই জায়গা দেওয়া যাচ্ছে না। এদিকে কংগ্রেসের এক বড়নেতা যাবেন ভিতরে। কার কত বড় নেতা জেলে যাবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। দিল্লি-কলকাতাতে ধরনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে ধরনা চলছে। কিন্তু কেউ বাঁচাতে পারবে না।”

তিনি বলেন, টাকার বদলে চোখ দেখালে কোনও লাভ হবে না। টাকা নিলে হিসেবে দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়েছেন বাংলার দুর্নীতির কাছে টাকা আটকে রাখা হয়েছে। আমারও মোদিজির পাঠানো ২ লাখ ২৯ হাজার কোটি টাকার হিসেব চাই।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version