Sunday, August 24, 2025

ওয়াশিং মেশিন ভাজপা! ধর্নামঞ্চে ‘কালো’ কাপড় ‘সাদা’ করলেন মমতা

Date:

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়ছে এই ধর্না মঞ্চে ভিড় বাড়ছে ততই। এই মঞ্চেই বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তুলে ধরা হল ‘ভাজপা ওয়াশিং মেশিন'(BJP Washing Machine)। আর সেই মেশিনে কীভাবে কালো জিনিস সাদা হয় তা হাতে কলমে দেখালেন তৃণমূল(TMC) নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বিজেপিকে তোপ দেগে বার বার তৃণমূল নেতাদের বলতে শোনা গিয়েছে, ‘বিজেপি বিরোধিতা করলেই সবার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ইডি-সিবিআই। আর বিজেপিতে যোগ দিলেই তাঁরা হয়ে যাচ্ছে সাধু। তখন আর কোনও মামলা হচ্ছে না দলবদলুদের বিরুদ্ধে। বিজেপি যেন ওয়াশিং মেশিন।’ বুধবার ধর্নামঞ্চে বিজেপির সেই প্রতিকি ওয়াশিং মেশিন তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কাপড়ে মুড়ে ওয়াশিং মেশিন মঞ্চে তুলে আনেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেনরা। সাদা কাপড়ে ঢাকা এই ওয়াশিং মেশিনের কাপড় সরিয়ে মুখ্যমন্ত্রী কালো কাপড় ঢুকিয়ে দেন তার মধ্যে, অন্যদিক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সাদা কাপড়। এরপর কালো থেকে সাদার এই অদলবদলের প্রতীক হিসেবে ফিরহাদ হাকিমকে দেখা যায় সম্পূর্ণ সাদা পোশাকে। এবং অরূপ বিশ্বাসকে দেখা যায় সম্পূর্ণ কালো পোশাকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে বসে থাকতে দেখা যায় এই দুই মন্ত্রীকে। মঞ্চে “ওয়াশিং মেশিন ভাজপা…” গান গাইতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। তাঁকে সঙ্গ দেন দলের বাকি নেতা নেত্রীরা।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version