Sunday, November 16, 2025

নিয়োগ দুর্নী*তি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু, এবার খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চাকরিচ্যুত করার বিষয়ে সুপ্রিম কোর্টে সুর চড়িয়েছেন চাকরি খোয়ানোর মুখে দাঁড়ানো নবম ও দশম শ্রেণির শিক্ষকদের আইনজীবী। কারোর কথা না শুনে কী ভাবে পাঁচ হাজার লোকের চাকরি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি , এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগি (Mukul Rohotagi)। আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রুপ ডি বা নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর তথ্যে (OMR Sheet) গণ্ডগোলের অভিযোগ উঠেছে । এবার উচ্চ প্রাথমিকেও (Upper Primary) সেই একই ঘটনা। OMR শিটের গরমিলের কথা স্বীকার করে এবার খোদ স্কুল সার্ভিস কমিশন (SSC) আদালতে হলফনামা দিতে চলেছে। OMR শিটে পাঁচশোর বেশি গরমিল রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত ২০১৬ সালে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ হয়েছিল। পরবর্তীতে মামলা সংক্রান্ত জটে বেনিয়মের অভিযোগ ওঠায় ২০২০ সালে প্যানেল বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশ দেয় গোটা বিষয়টি খতিয়ে দেখার। সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের তরফে বলা হয় যে সমস্ত ওএমআর খতিয়ে দেখা হয়েছে। তাই এবার কাদের OMR শিটে গণ্ডগোল রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে চলেছে কমিশন। কিন্তু এর পরেও ১৪৬৩টি শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই গেল। এই নাম বাদ যাওয়ার ফলে ঘোষিত ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ থেকে যোগ্য প্রার্থীর সংখ্যা কমে দাঁড়াল ১২ হাজার ৫৮৯। এই হলফনামাই কমিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা দেবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত হলফনামায় এসএসসির তরফে জানানো হয়েছে যে প্যানেলে থাকা ১৪,৩৩৯ জন প্রার্থীর মধ্যে ১৪৬৩ জন অযোগ্য। এর মধ্যে আবার ৫৫৯ জনের OMR-এ গরমিল রয়েছে বলে দাবি SSC-র।

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version