Tuesday, August 26, 2025

শুভেন্দুর মিথ্যাচারের ‘পর্দা ফাঁস’ ব্রাত্যর, টুইট করে জানালেন সঠিক তথ্য

Date:

শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) মিথ্যাচারের পর্দা ফাঁস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে টুইট (Tweet) করেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখানেই তিনি ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ। আর সঠিক তথ্য দিয়ে পাল্টা টুইট করেন ব্রাত্য। সেখানে বিরোধী দলনেতাকে ধুয়ে দেন তিনি।

শুভেন্দু বলেন, “কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিএসসি-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। সিএমও-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করছে। কলেজে প্রফেসরের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, ডিএ নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে?“

এর জবাবে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে নিশানা করে টুইট করেন ব্রাত্য বসু। তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, “একটি স্বশাসিত সংস্থার নির্দোষ বিজ্ঞাপনে প্রতিক্রিয়া জানাতে তাড়াহুড়ো করে বিরোধীদলীয় নেতা কিছু মনগড়া তথ্য হাওয়ায় উড়িয়ে দিয়েছেন! ২০১১ থেকে সিএসসি ৭ হাজার ৫৪৬ জন সহকারী অধ্যাপক, ৩২৭ জন অধ্যক্ষর নাম সুপারিশ করেছে। বিভিন্ন রাজ্য সাহায্যপ্রাপ্ত কলেজে অধ্যাপক এবং ৩২৭ জন অধ্যক্ষ এবং এ বছর আরও ১৬২৫ জনের নাম সুপারিশ করার প্রক্রিয়া চলেছে! একজনকে বোঝা উচিত যে আমরা কেন্দ্রীয় সরকারের মতো বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসিত সংস্থার কাজে হস্তক্ষেপ করি না।“

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বশাসিত সংস্থার উপর প্রভাব বিস্তর করার অভিযোগ তোলে বিরোধীরা। এই ইস্যুতে শুভেন্দুকে নিশানা করে ফের একবার তোপ দাগলেন ব্রাত্য।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version