Friday, November 7, 2025

সবুজ মেরুনের নজরকাড়া সাফল্যের পর ইস্টবেঙ্গল নিয়ে সমালোচনার ঝড় ময়দান জুড়ে। আই লিগের স্বাদ কোনও দিনও পাওয়া হয়নি। তিন বছর আগে আইএসএলে উত্তরণ ঘটেছে, কিন্তু যা পারফর্ম্যান্স দেখিয়েছে লাল-হলুদ শিবির তাতে মুখ লুকানোর জায়গা নেই সমর্থকদেরই।

তবে এই হতাশার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। না, ফুটবল নয়, কারণটা নিছকই বিনোদনমূলক। শুনলে চমকে যাবেন, ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে আসছেন সুপারস্টার সলমন খান । হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে ১৩ মে সেই কারণেই মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের ‘ভাইজান’।

শুধুমাত্র ভাইজান একা নন, তাঁকে সঙ্গে থাকবেন একঝাঁক বলিউড তারকা। নিশ্চয়ই ভাবছেন কারা থাকবেন ? পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেওয়া। পপস্টার গুরু রান্ধওয়ার.. তালিকাটা বেশ দীর্ঘ।
সল্লু মিয়ার ইস্টবেঙ্গল ক্লাবে আসা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার সেই জল্পনা সত্যি প্রমাণিত হল। কলকাতার ভাইজান ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর। বিশ্বস্ত সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও কথা আছে সলমনের।

জানা গিয়েছে, ১২ মে কলকাতায় পা দেবেন বলিউড তারকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় বের করেছেন তিনি। তবে কেন এই সাক্ষাতের উদ্যোগ সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
কিছুদিন আগেই খুনের হুমকি পেয়েছিলেন সলমন। কিন্তু ১৩ মে অনুষ্ঠান করতে আর কোনও বাধা নেই। বজরঙ্গি ভাইজানের নাচের তালে দুলবে কলকাতাবাসী।
এই অনুষ্ঠান কোথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনার পর, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুই সবুজ সিগন্যাল পেয়েছে। এর জন্য ইতিমধ্যেই পুলিশের অনুমতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার নতুন মরসুমে সলমনের ছোঁয়াতেই ঘুরে দাঁড়ায় কিনা লাল হলুদ।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version