Wednesday, August 27, 2025

সবুজ মেরুনের নজরকাড়া সাফল্যের পর ইস্টবেঙ্গল নিয়ে সমালোচনার ঝড় ময়দান জুড়ে। আই লিগের স্বাদ কোনও দিনও পাওয়া হয়নি। তিন বছর আগে আইএসএলে উত্তরণ ঘটেছে, কিন্তু যা পারফর্ম্যান্স দেখিয়েছে লাল-হলুদ শিবির তাতে মুখ লুকানোর জায়গা নেই সমর্থকদেরই।

তবে এই হতাশার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। না, ফুটবল নয়, কারণটা নিছকই বিনোদনমূলক। শুনলে চমকে যাবেন, ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে আসছেন সুপারস্টার সলমন খান । হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে ১৩ মে সেই কারণেই মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের ‘ভাইজান’।

শুধুমাত্র ভাইজান একা নন, তাঁকে সঙ্গে থাকবেন একঝাঁক বলিউড তারকা। নিশ্চয়ই ভাবছেন কারা থাকবেন ? পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেওয়া। পপস্টার গুরু রান্ধওয়ার.. তালিকাটা বেশ দীর্ঘ।
সল্লু মিয়ার ইস্টবেঙ্গল ক্লাবে আসা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার সেই জল্পনা সত্যি প্রমাণিত হল। কলকাতার ভাইজান ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর। বিশ্বস্ত সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও কথা আছে সলমনের।

জানা গিয়েছে, ১২ মে কলকাতায় পা দেবেন বলিউড তারকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় বের করেছেন তিনি। তবে কেন এই সাক্ষাতের উদ্যোগ সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
কিছুদিন আগেই খুনের হুমকি পেয়েছিলেন সলমন। কিন্তু ১৩ মে অনুষ্ঠান করতে আর কোনও বাধা নেই। বজরঙ্গি ভাইজানের নাচের তালে দুলবে কলকাতাবাসী।
এই অনুষ্ঠান কোথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনার পর, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুই সবুজ সিগন্যাল পেয়েছে। এর জন্য ইতিমধ্যেই পুলিশের অনুমতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার নতুন মরসুমে সলমনের ছোঁয়াতেই ঘুরে দাঁড়ায় কিনা লাল হলুদ।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version