পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রীকে কোপ স্বামীর। ঘটনায় হুগলির ভদ্রেশ্বর। অভিযোগ, বুধবার সকাল ১০ টা নাগাদ জুটমিল (Jute Mill) শ্রমিক কৈলাস নায়েক (Kailash Nayek) মদ্যপান করে কাঠারি দিয়ে স্ত্রীকে কোপান। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এলাকা থেকে চম্পট দিয়েছেন অভিযুক্ত কৈলাস।

ভদ্রেশ্বর কলিঙ্গ নগরে থাকেন জুটমিল শ্রমিক কৈলাস নায়েক ও তাঁর স্ত্রী সবিতা। মাঝে মাঝেই দুজনের মধ্যে ঝামেলা এমনকী হাতাহাতি হত বলে অভিযোগ। এদিন, সকালে মত্ত হয়ে বাড়ি ফিরেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় কৈলাসের। তখনই দা গিয়ে স্ত্রীকে কোপান তিনি। ঘটনার সময় বাড়িতে তাঁদের দুই কন্যার কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভদ্রেশ্বর থানার আইসি ও অন্যান্য পুলিশকর্মীরা। কিন্তু চম্পট দেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
