Thursday, May 8, 2025

কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১০ মে একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হবে ১৩ মে। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।

কর্নাটকে বিধানসভা আসনের সংখ্যা ২২৪। এই সদস্যদের বিধানসভার মেয়াদ শেষ হবে ২৪ মে। কংগ্রেস ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যেখানে ১৪০ টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কর্নাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে দল।

অন্যদিকে মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।আর এক বিরোধী জেডিএস প্রথম দফায় ৯৩ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

শেষ বিধানসভা ভোটের পর জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে কর্ণাটকে সরকার গড়েছিল কংগ্রেস। যদিও সেই সরকার বেশি দিন টেকেনি। জেডিএসের অধিকাংশ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষমতায় দখল করে বিজেপি।সেই সরকারের শপথগ্রহণের দিন বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের এক বিরল ছবি দেখা গিয়েছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশাপাশি একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিরোধী নেতা-নেত্রীকে। যদিও এ বার কর্নাটকে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

 

 

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version