Sunday, May 11, 2025

কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে আজ থেকে রেড রোডে দু’দিনের জন্য ধর্না বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমজনতার হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন তিনি। ধর্না মঞ্চে রয়েছেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা সহ আরও অনেকে।



আরও পড়ুন:জোড়া কর্মসূচি: বুধে ধর্নার ঘোষণা মমতার, অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে
বুধবার বেলা ১২টার আগেই রেড রোডে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। তারপর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মঞ্চে ওঠেন তিনি।তবে ধরনার জন্য মুখ্যমন্ত্রীর সরকারি কাজে যাতে কোনও বাধা না পড়ে তার জন্য মঞ্চের ঠিক পিছনেই একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে। সেখানে প্রয়োজন মতো সরকারি কাজ সেরে নেবেন মমতা।



প্রসঙ্গত, তিনদিনের ওড়িশা সফরে যাওয়ার আগেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টানা দুদিনের ধরনা আন্দোলনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সিঙ্গুরের মঞ্চ থেকে ফের সে বিষয়টি জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় টানা ধর্না দিয়েছেন তাঁরা। সেই কারণেই কলকাতার আম্বেদকর মূর্তির সামনের ধর্না কর্মসূচির আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে আসেন তিনি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা পাওনা রয়েছে। বারবার বলেও কাজ না হওয়ায় এবার তাই আন্দোলনের জন্য রাজপথকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ঘণ্টার ধর্নায় বসছেন তিনি। একই সময়ে গোটা বাংলা জুড়ে ধর্নায় বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা। ওই সময়েই দিল্লিতে আম্বেদকরের মূর্তির নীচে রেড রোডে ধর্না শুরু করেছে তৃণমূল সাংসদরা। ফলে দিল্লি থেকে কলকাতা সরগরম তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচিতে।

 

 

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version