Wednesday, November 12, 2025

রাজরাজেশ্বরী মঠের বাসন্তী পুজোয় কুমারী পুজোর আয়োজন

Date:

সুমন করাতি, হুগলি

বাসন্তী পুজোতেই (Basanti Puja) দেবী দুর্গার প্রকৃত আবাহন, বাংলার বুকে আজও এই পুজোর রীতি চলে আসছে। পঞ্জিকা মতে আজ অষ্টমী তিথি। বনেদি বাড়ির পাশাপাশি আজ অন্নপূর্ণা মন্দিরেও (Annapurna Puja)পুজোর আয়োজন। তবে হুগলির কোন্নগরের (Konnagar, Hooghly) রাজরাজেশ্বরী মঠে (Raj Rajeswari Math)আজ বিশাল আয়োজন। নবরাত্রি উপলক্ষে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী (Swami Sworupananda Saraswati)প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে চলছে অন্নপূর্ণা পুজো। আগামিকাল অর্থাৎ নবমীতে এখানে শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষ্যে পুজোর ব্যবস্থা করা হয়েছে। তিথি মেনে প্রতি বছর বাসন্তী পুজো হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও শেষে দশমীতে বিসর্জন। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো। এইবছর কো*ভিড কাঁটা কাটিয়ে প্রবল ভক্ত সমাগম মন্দিরে।

রাজ রাজেশ্বরী মঠে নিয়ম নীতি মেনে ১১০০টি অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলন হয়। একটানা নয় দিন এই ঘি-এর প্রদীপ জ্বলবে। আজ অষ্টমীতে মন্দিরে কুমারী পুজোর আয়োজন করা হয়। রাজরাজেশ্বরী দেবীকে নব দুর্গা রূপে পুজো করা হয়। নবমীর দিন অর্থাৎ আগামিকাল মাকে সাজানো হবে ভগবান রামচন্দ্রের বেশে। মন্দিরের প্রধান পুরোহিত ব্রহ্মচারী শচ্চীত স্বরূপ এবং উপপ্রধান পুরোহিত শ্রীধর দ্বিবেদী জানান ভক্তরা জগদম্বার আরাধনা করেন এই ৯ দিন ধরে। “যত বেশি দেবীর আরাধনা করবেন, ততই মায়ের কৃপা লাভ করবেন” বলেই জানান জ্যোতিষ পিঠ পন্ডিত আচার্য রবিশঙ্কর দ্বিবেদী ।

রাজরাজেশ্বরী সেবা মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন তিথি মেনে মন্দিরের পশ্চিম দিকের চাতালে কুমারী পুজোর আয়োজন করা হয়। দেবীর আধার রূপে কুমারীদের পুজো করার নিয়ম আছে। রীতিনীতি মেনে এই রাজরাজেশ্বরী সেবা মন্দিরের সন্ন্যাসীরা মহাষ্টমীর দিন ১ জন কুমারকে ও ৯ জন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন। ৫ থেকে ১০ বছর বয়সী বালক ও বালিকাকে কুমার ও কুমারী হিসেবে নির্বাচিত করা হয়ে থাকে। দেবীকে কুমারী দুর্গার একটি রূপ হিসেবে ধরা হয়। এই পুজোতে কুমারীকে শাড়ি পরিয়ে, ফুল ও গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়। যেভাবে যে নিয়মে দুর্গাকে পুজো করা হয়, ঠিক সেই সেই রীতি মেনেই কুমারীকেও আরাধনা করা হয়। দেবী দুর্গাকে দেওয়া অর্ঘ্য ও নৈবেদ্য সমর্পিত করা হয় কুমারীর পায়েও।

 

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version