Saturday, May 3, 2025

মিছিল করার অধিকার আছে দা*ঙ্গার নয়, রামনবমী নিয়ে শুভেন্দুদের চরম হুঁশিয়ারি মমতার

Date:

কেন্দ্রের বঞ্চনা, এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, সিপিএমের চিরকুট কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ২দিনের ধর্ণা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন ধর্নার একেবারে শেষ লগ্নে এসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিম। রাজনৈতিক স্বার্থে রাম নবমী উদযাপন নিয়ে তিনি বলেন, মিছিল করার অধিকার আছে দাঙ্গার নয়।

আগামিকাল, বৃহস্পতিবার রামনবমী ঘিরে বাংলার বুক কোনও উত্তেজনার পরিবেশ তৈরি হলে সরকার চুপ থাকবে না। এ বার আগে থাকতেই সরকারের নীতি জানিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘কোনও রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।’’

বৃহস্পতিবার রামনবমী। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে এক হাজারের বেশি জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জেনেছে প্রশাসন। সে কথা জেনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সতর্কতার কথা শুনিয়ে রেখেছেন। এমনই আবহে মমতা জানালেন, মিছিলে প্রশাসন বাধা না দিলেও কোনও রকম গোলমাল হলেই আইনি পদক্ষেপ করা হবে।

বুধবার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘মিছিল, মিটিং করার অধিকার সবার রয়েছে। রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।’’ এই প্রসঙ্গে নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরব। বলে রাখছি, যে কোনও অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে।’’ একই সঙ্গে রামনবমী শান্তিতে পালনের আবেদন জানান। বলেন, ‘‘সবাই শান্তিতে রামনবমী পালন করুন, অন্নপূর্ণা পূজা পালন করুন, রমজান মাস পালনে করুন।’’

আরও পড়ুন- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় শিল্পপতি নবীন জিন্দাল

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version