Tuesday, November 4, 2025

মিছিল করার অধিকার আছে দা*ঙ্গার নয়, রামনবমী নিয়ে শুভেন্দুদের চরম হুঁশিয়ারি মমতার

Date:

কেন্দ্রের বঞ্চনা, এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, সিপিএমের চিরকুট কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ২দিনের ধর্ণা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন ধর্নার একেবারে শেষ লগ্নে এসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিম। রাজনৈতিক স্বার্থে রাম নবমী উদযাপন নিয়ে তিনি বলেন, মিছিল করার অধিকার আছে দাঙ্গার নয়।

আগামিকাল, বৃহস্পতিবার রামনবমী ঘিরে বাংলার বুক কোনও উত্তেজনার পরিবেশ তৈরি হলে সরকার চুপ থাকবে না। এ বার আগে থাকতেই সরকারের নীতি জানিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘কোনও রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।’’

বৃহস্পতিবার রামনবমী। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে এক হাজারের বেশি জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জেনেছে প্রশাসন। সে কথা জেনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সতর্কতার কথা শুনিয়ে রেখেছেন। এমনই আবহে মমতা জানালেন, মিছিলে প্রশাসন বাধা না দিলেও কোনও রকম গোলমাল হলেই আইনি পদক্ষেপ করা হবে।

বুধবার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘মিছিল, মিটিং করার অধিকার সবার রয়েছে। রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।’’ এই প্রসঙ্গে নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরব। বলে রাখছি, যে কোনও অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে।’’ একই সঙ্গে রামনবমী শান্তিতে পালনের আবেদন জানান। বলেন, ‘‘সবাই শান্তিতে রামনবমী পালন করুন, অন্নপূর্ণা পূজা পালন করুন, রমজান মাস পালনে করুন।’’

আরও পড়ুন- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় শিল্পপতি নবীন জিন্দাল

Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version