Sunday, December 14, 2025

ডোকলাম ইস্যুতে চিনের মতামতও গুরুত্বপূর্ণ! ভারতের চিন্তা বাড়ালেন ভুটানের প্রধানমন্ত্রী  

Date:

Share post:

ডোকলাম ইস্যুতে (Doklam Issue) এবার ভারত (India) এবং চিনের (China) মধ্যে মধ্যস্থতার চেষ্টা শুরু করল ভুটান (Bhutan)। তবে মধ্যস্থতা করতে গিয়ে প্রথমেই ভারতকে বড়সড় চিন্তার মুখে ফেললেন ভুটানের প্রধানমন্ত্রী। তিনি ভারতের উদ্বেগ বাড়িয়ে সাফ জানালেন, ডোকলাম ইস্যুতে মতামত দেওয়ার অধিকার রয়েছে চিনেরও। তবে ভারতের অভিযোগ, ভুটানের ওই জমি বেআইনিভাবে দখল করে রেখেছে চিন। পাশাপাশি ডোকলাম সমস্যা সমাধানে ভারত-চিন ও ভুটান ত্রিপাক্ষিক বৈঠকেরও আর্জি জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ডোকলামে ভারত-চিন মুখোমুখি অবস্থানের পর কেটে গিয়েছে ছ’বছর। ইতিমধ্যে ভুটান সীমান্তে জনপদ তৈরি করতে জোর চেষ্টা চালাচ্ছে চিন। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মাথাব্যথা বাড়ছে নয়াদিল্লির (New Delhi)। কিন্তু বিষয়টি সামনে আসতেই  ত্রিদেশীয় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত। কিন্তু এবার  ডোকলাম নিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর মন্তব্যে কিছুটা হলেও উদ্বেগ বাড়ল বলেই মনে করছে কূটনৈতিক মহল। ভুটানের প্রধানমন্ত্রীর দাবি এই সংঘাতের নিষ্পত্তির বিষয়ে চিনেরও মতামত পোষণের অধিকার রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং (Lotte Shering) সাফ জানিয়েছেন, এই সমস্যার সমাধান শুধুমাত্র ভুটানের হাতেই নেই, আমাদের ৩ দেশকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, তিন দেশেরই ভাগ সমান। কোনও দেশই এই ইস্যুতে বড় বা ছোট নয়।

তবে ২০১৯ সালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যা বলেছিলেন, ত্রিদেশীয় সীমান্তের কাছাকাছি কোনও দেশেরই কিছু করার কথা নয়। তবে ৩ বছরের মধ্যেই তাঁর গলায় শোনা গেল অন্য সুর। তবে কূটনীতিবিদদের মতে, আঞ্চলিক বিবাদে চিনা হস্তক্ষেপকে একপ্রকার বৈধতা দিলেন শেরিং, যা ভবিষ্যতে চিন্তা বাড়াতে পারে ভারতের। ডোকলাম মালভূমি অঞ্চল একেবারে শিলিগুড়ি (Siliguri) করিডোরের একেবারে গা ঘেঁষে অবস্থিত। সঙ্কীর্ণ ওই ভূখণ্ডই উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। তবে চিনের দাবি, ত্রিদেশীয় সীমান্ত আরও সাত কিলোমিটার দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া হোক। আর সেটা হলে গোটা ডোকলাম মালভূমি আইনত চিনের দখলে চলে যাবে, যা কখনওই মেনে নেবে না ভারত। আর এই পরিপ্রেক্ষিতেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং জানান, আমরা বৈঠকের জন্য প্রস্তুত। কিন্তু বাকি দুই পক্ষ রাজি হলে আমরা আলোচনায় বসতে পারি।

 

 

 

spot_img

Related articles

হনুক্কা উৎসবের মধ্যেই সিডনির বন্ডি বিচে গুলিবর্ষণ, মৃত অন্তত ১০

ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে হামলা(Sydney Bondi Beach Shooting)। কমপক্ষে ১০ জনের...

ক্রীড়ামন্ত্রীকে টানা ৪ ঘণ্টা স্টেডিয়ামে বসিয়ে রেখেও আসেননি শতদ্রু

অভিজিৎ ঘোষ মেসিকে কেন্দ্র করে যুবভারতীর ঘটনায় অনেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Sports Minister Arup Biswas) টার্গেট করছেন। কয়েকটি মিডিয়া...

টলিপাড়ায় প্রথম সমকামী বিয়ে! দুই অভিনেত্রীর বিবাহবাসরে হাজির স্টুডিও পাড়ার কলাকুশলীরাও 

একে অন্যকে অনেকদিন ধরেই পছন্দ করতেন, কিন্তু টলিউডের (Tollywood) জনপ্রিয় দুই অভিনেত্রীর মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে সে...

১২২ বছর পর রহস্যের উন্মোচন! কোনারক সূর্যমন্দিরের গর্ভগৃহ থেকে সরছে বালি

ওড়িশার কোনারক সূর্যমন্দিরের (Konark Sun Temple) গর্ভগৃহ থেকে বালি সরানোর কাজ শুরু হল মঙ্গলবার থেকে। প্রায় ১২২ বছর...