Wednesday, December 3, 2025

উচ্চ প্রাথমিকের পাঁচশোর বেশি OMR শিটে গরমিল , হলফনামা SSC-এর !

Date:

Share post:

নিয়োগ দুর্নী*তি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু, এবার খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চাকরিচ্যুত করার বিষয়ে সুপ্রিম কোর্টে সুর চড়িয়েছেন চাকরি খোয়ানোর মুখে দাঁড়ানো নবম ও দশম শ্রেণির শিক্ষকদের আইনজীবী। কারোর কথা না শুনে কী ভাবে পাঁচ হাজার লোকের চাকরি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি , এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগি (Mukul Rohotagi)। আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রুপ ডি বা নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর তথ্যে (OMR Sheet) গণ্ডগোলের অভিযোগ উঠেছে । এবার উচ্চ প্রাথমিকেও (Upper Primary) সেই একই ঘটনা। OMR শিটের গরমিলের কথা স্বীকার করে এবার খোদ স্কুল সার্ভিস কমিশন (SSC) আদালতে হলফনামা দিতে চলেছে। OMR শিটে পাঁচশোর বেশি গরমিল রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত ২০১৬ সালে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ হয়েছিল। পরবর্তীতে মামলা সংক্রান্ত জটে বেনিয়মের অভিযোগ ওঠায় ২০২০ সালে প্যানেল বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশ দেয় গোটা বিষয়টি খতিয়ে দেখার। সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের তরফে বলা হয় যে সমস্ত ওএমআর খতিয়ে দেখা হয়েছে। তাই এবার কাদের OMR শিটে গণ্ডগোল রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে চলেছে কমিশন। কিন্তু এর পরেও ১৪৬৩টি শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই গেল। এই নাম বাদ যাওয়ার ফলে ঘোষিত ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ থেকে যোগ্য প্রার্থীর সংখ্যা কমে দাঁড়াল ১২ হাজার ৫৮৯। এই হলফনামাই কমিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা দেবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত হলফনামায় এসএসসির তরফে জানানো হয়েছে যে প্যানেলে থাকা ১৪,৩৩৯ জন প্রার্থীর মধ্যে ১৪৬৩ জন অযোগ্য। এর মধ্যে আবার ৫৫৯ জনের OMR-এ গরমিল রয়েছে বলে দাবি SSC-র।

 

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...