Monday, May 12, 2025

উচ্চ প্রাথমিকের পাঁচশোর বেশি OMR শিটে গরমিল , হলফনামা SSC-এর !

Date:

Share post:

নিয়োগ দুর্নী*তি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু, এবার খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চাকরিচ্যুত করার বিষয়ে সুপ্রিম কোর্টে সুর চড়িয়েছেন চাকরি খোয়ানোর মুখে দাঁড়ানো নবম ও দশম শ্রেণির শিক্ষকদের আইনজীবী। কারোর কথা না শুনে কী ভাবে পাঁচ হাজার লোকের চাকরি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি , এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগি (Mukul Rohotagi)। আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রুপ ডি বা নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর তথ্যে (OMR Sheet) গণ্ডগোলের অভিযোগ উঠেছে । এবার উচ্চ প্রাথমিকেও (Upper Primary) সেই একই ঘটনা। OMR শিটের গরমিলের কথা স্বীকার করে এবার খোদ স্কুল সার্ভিস কমিশন (SSC) আদালতে হলফনামা দিতে চলেছে। OMR শিটে পাঁচশোর বেশি গরমিল রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত ২০১৬ সালে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ হয়েছিল। পরবর্তীতে মামলা সংক্রান্ত জটে বেনিয়মের অভিযোগ ওঠায় ২০২০ সালে প্যানেল বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশ দেয় গোটা বিষয়টি খতিয়ে দেখার। সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের তরফে বলা হয় যে সমস্ত ওএমআর খতিয়ে দেখা হয়েছে। তাই এবার কাদের OMR শিটে গণ্ডগোল রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে চলেছে কমিশন। কিন্তু এর পরেও ১৪৬৩টি শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই গেল। এই নাম বাদ যাওয়ার ফলে ঘোষিত ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ থেকে যোগ্য প্রার্থীর সংখ্যা কমে দাঁড়াল ১২ হাজার ৫৮৯। এই হলফনামাই কমিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা দেবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত হলফনামায় এসএসসির তরফে জানানো হয়েছে যে প্যানেলে থাকা ১৪,৩৩৯ জন প্রার্থীর মধ্যে ১৪৬৩ জন অযোগ্য। এর মধ্যে আবার ৫৫৯ জনের OMR-এ গরমিল রয়েছে বলে দাবি SSC-র।

 

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...