Saturday, August 23, 2025

বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে

Date:

কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) শারীরিক অবস্থার (Health Condition) আরও অবনতি। আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital) থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) স্থানান্তরিত (Refer) করা হল বিজেপি নেতাকে (BJP)। জানা গিয়েছে, বুধবার সন্ধেয় জিতেন্দ্রকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হৃদরোগের চিকিৎসার জন্য যে পরিকাঠামো থাকা প্রয়োজন, তা আসানসোল জেলা হাসপাতালে নেই। আর সেকারণেই বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হল ধৃত বিজেপি নেতা জিতেন্দ্রকে। এদিন জিতেন্দ্রর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্ত্রী চৈতালি ও মেয়ে পল্লবী তিওয়ারি।

বুধবার সন্ধ্যায় আসানসোল জেলের আধিকারিকদের জিতেন্দ্র জানান, তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন। আর ধৃত বিজেপি নেতা আচমকা অসুস্থ বোধ করলে প্রথমে জেলের চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি পরীক্ষা করে জিতেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরই পুলিশি নিরাপত্তায় বিজেপি নেতাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবারই শারীরিক পরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকেরা জিতেন্দ্রকে সিসিইউতে (CCU) ভর্তি করিয়ে নেন। এরপর বৃহস্পতিবার সকালেও জিতেন্দ্রকে দেখতে আসেন চিকিৎসক দল। পরীক্ষা করে তাঁরা জানান, বর্তমানে জিতেন্দ্র তিওয়ারিকে যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার তার পরিকাঠামো নেই জেলা হাসপাতালে। আর সেকারণেই তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া প্রয়োজন। এরপরই জিতেন্দ্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

উল্লেখ্য, কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় গ্রেফতার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত মঙ্গলবারই জিতেন্দ্রকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। কিন্তু বুধবার রাতে জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকেই জিতেন্দ্র আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেখানে পরিকাঠামো না থাকায় এবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হল জিতেন্দ্রকে।

 

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version