Sunday, August 24, 2025

মোদি ম্যাজিক শেষ! কর্নাটকে গোহারা হারতে চলেছে বিজেপি, বলছে সমীক্ষা

Date:

২৪-এর লোকসভা নির্বাচনের(Loksava Election) আগে অশনি সঙ্কেত গেরুয়া শিবিরের জন্য। আসন্ন কর্নাটক(Karnatak) বিধানসভা নির্বাচনে গোহারা হারতে চলেছে বিজেপি(BJP)। এমনটাই দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা। পাশাপাশি তাদের দাবি কর্নাটকে এবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে কংগ্রেস(Congress)। কার্যত গোটা দেশে হাত শিবিরের যখন বেহাল অবস্থা ঠিক সেই সময়ে এই পূর্বাভাস নিশ্চিতভাবে অক্সিজেন তাদের জন্য।

ABP-C Voter সমীক্ষা অনুযায়ী, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় এবার একাই কংগ্রেস পেতে পারে ১১৫-১২৭ টি আসন। অর্থাৎ একক ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে কংগ্রেস। অন্যদিকে বর্তমানে শাসকের আসনে বসে থাকা বিজেপি এই রাজ্যে এবার পেতে পারে বড়জোর ৬৮ থেকে ৮০ টি আসন। জেডিএসের কপালে শিকে ছিড়তে পারে ২৩ থেকে ৩৫টি আসন। ফলে সমীক্ষা অনুযায়ী এবার কর্নাটকে কোনওভাবেই বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই কর্নাটকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চুড়ান্ত আকার ধারণ করেছিল। ফলে আসন্ন নির্বাচনে এই রাজ্যে বিজেপির হারের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর পাশাপাশি এখানে দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তাঁকে ৪০ শতাংশ কমিশনের মুখ্যমন্ত্রী বলে বারবার তোপ দেগেছে কংগ্রেস। দক্ষিণের এই একটি রাজ্যে বর্তমানে শক্তিশালী বিজেপি। ফলে কর্নাটকে যদি বিজেপি হারে সেক্ষেত্রে দক্ষিন থেকে পুরোপুরি নির্মুল হয়ে যাবে গেরুয়া শিবির। যা ২৪-এর নির্বাচনের আগে বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version